মদ নয়, 'মহৌষধ'! রাম খেলেই ১০ রোগ থেকে মুক্তি...কী ভাবে? জানুন রামের এই আশ্চর্য 'গুণ'!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Rum: শুনে অবাক লাগলেও সত্যি! অ্যালকোহল যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, আবার রয়েছে এর ওষধি গুণও। বিশেষ করে রাম খেলে ১০টি রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। কী কী উপকারিতা? জানলে আশ্চর্য হবেন।
advertisement
advertisement
advertisement
রাম কী? রাম মূলত ক্যারিবিয়ান অঞ্চলের অ্যালকোহল, যা প্রধানত আখের রস থেকে তৈরি হয়। এটি মধ্য আমেরিকা ও মেক্সিকোর মতো বিভিন্ন অঞ্চলে উৎপাদিত হয়। রাম গ্লুটেন-মুক্ত অ্যালকোহল, যার স্বাদ হালকা মিষ্টি ও কিছুটা তেতো হয়। প্রথমে এর স্বাদ একটু ঝাঁঝালো লাগতে পারে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি মৃদু ও গভীর হয়। পুরনো রাম সাধারণত হালকা বাদামি থেকে গাঢ় বাদামি রঙে পরিবর্তিত হয়। লাল বা হলুদ রঙের রামও পাওয়া যায়। রামের সঠিক ইতিহাস জানা না গেলেও, এটি ৫০০ বছরেরও বেশি সময় ধরে ক্যারিবিয়ান অঞ্চলে তৈরি হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
রাম খেলে কী কী উপকার পাওয়া যায়? ডা. রিচার্ড রো, একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ, মন্তব্য করেছেন: "পরিমিত রাম সেবন পেশির রক্ত সঞ্চালন বাড়াতে পারে, যা গাঁট ও পেশির ব্যথা লাঘবে সহায়তা করে, তবে এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়।" রাম পান করলে জয়েন্টের ব্যথা ও শারীরিক ব্যথা কমে। বিশেষ করে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি পেশি শক্তিশালী করতে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement