Benefits of Betel Leaves: কোষ্ঠকাঠিন্য দূর থেকে যৌনখিদে বৃদ্ধি, পানপাতার গুণের শেষ নেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Benefits of Betel Leaves: শরীরের কোথাও ছোটখাটো কাটাছেঁড়া হলে সেখানে পানপাতার রস লাগানো যায়৷ যন্ত্রণার উপশম হয় সাময়িক ভাবে৷ শরীরের অভ্যন্তরীণ যন্ত্রণাও কমে যায় পানপাতার রসে৷
তামাকের উপস্থিতির জন্য আমাদের দেশে অনেক পানকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়৷ কিন্তু তামাক ছাড়া যদি খাওয়া যায় তাহলে পানের রসের একাধিক গুণ আছে৷ অতিথিসেবা থেকে শুরু করে বিভিন্ন শুভ অনুষ্ঠানের অঙ্গ পান৷ ঈষৎ কষাটে স্বাদের পানে আছে ট্যানিন, প্রোপেন, অ্যালকালয়েড-সহ একাধিক উপাদান৷ এর ফলে শরীরের যন্ত্রণা ও ইনফ্লেম্যাশন কমে যায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement