Tulsi at Home: কোন তুলসি বাড়িতে লাগিয়েছেন? এর উপরই নির্ভর করছে আপনার সৌভাগ্য

Last Updated:
ভারতে নানা প্রজাতির তুলসি গাছ পাওয়া যায়। তুলসি মূলত পাঁচ প্রকারের হয়।
1/10
ভারতীয় আয়ুর্বেদশাস্ত্রে তুলসি খুবই গুরুত্বপূর্ণ। তুলসির উপকারিতা জানেন না, এমন ভারতীয় পাওয়া প্রায় অসম্ভব। মনে করা হয় বাড়িতে তুলসি গাছ রাখলে তা পরিবেশ পরিচ্ছন্ন রাখে৷
ভারতীয় আয়ুর্বেদশাস্ত্রে তুলসি খুবই গুরুত্বপূর্ণ। তুলসির উপকারিতা জানেন না, এমন ভারতীয় পাওয়া প্রায় অসম্ভব। মনে করা হয় বাড়িতে তুলসি গাছ রাখলে তা পরিবেশ পরিচ্ছন্ন রাখে৷
advertisement
2/10
এটি মিথ হিসেবে নয়, আর্য়ুবেদিক উপচার হিসেবে ব্যবহৃত হয়। মানব শরীরের অনেক রোগেও কার্যকর ঔষধী হিসেবও এর ব্যবহার হয়।
এটি মিথ হিসেবে নয়, আর্য়ুবেদিক উপচার হিসেবে ব্যবহৃত হয়। মানব শরীরের অনেক রোগেও কার্যকর ঔষধী হিসেবও এর ব্যবহার হয়।
advertisement
3/10
তুলসির উপকারিতা—আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, তুলসি গাছের প্রতিটি অংশই স্বাস্থ্যের জন্য উপকারী। তুলসির মূল, শাখা-প্রশাখা, পাতা ও বীজের নিজস্ব গুরুত্ব রয়েছে। সর্দি, কাশি, ডায়েরিয়া, অনিয়মিত ঋতুস্রাব, যোনির রোগ, শ্বাসকষ্টের সমস্যা-সহ অন্য অনেক রোগের চিকিৎসায় তুলসি ব্যবহার করা হয় আয়ুর্বেদে। শুধু তাই নয়, ক্যানসারের মতো বড় রোগেও তুলসি ব্যবহার করা হয়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিও করতে পারে তুলসি।
তুলসির উপকারিতা—আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, তুলসি গাছের প্রতিটি অংশই স্বাস্থ্যের জন্য উপকারী। তুলসির মূল, শাখা-প্রশাখা, পাতা ও বীজের নিজস্ব গুরুত্ব রয়েছে। সর্দি, কাশি, ডায়েরিয়া, অনিয়মিত ঋতুস্রাব, যোনির রোগ, শ্বাসকষ্টের সমস্যা-সহ অন্য অনেক রোগের চিকিৎসায় তুলসি ব্যবহার করা হয় আয়ুর্বেদে। শুধু তাই নয়, ক্যানসারের মতো বড় রোগেও তুলসি ব্যবহার করা হয়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিও করতে পারে তুলসি।
advertisement
4/10
তুলসির প্রকারভেদ—ভারতে নানা প্রজাতির তুলসি গাছ পাওয়া যায়। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী, তুলসিকে মাতা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বাড়ির উঠোনে তুলসি গাছ রাখা খুবই শুভ বলে বিশ্বাস করা হয়।
তুলসির প্রকারভেদ—ভারতে নানা প্রজাতির তুলসি গাছ পাওয়া যায়। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী, তুলসিকে মাতা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বাড়ির উঠোনে তুলসি গাছ রাখা খুবই শুভ বলে বিশ্বাস করা হয়।
advertisement
5/10
তুলসি মূলত পাঁচ প্রকারের হয়ে থাকে। ১. কৃষ্ণ তুলসি,  ২. রাম তুলসি,   ৩. শ্বেত তুলসি,   ৪. বন তুলসি,  ৫. লেবু তুলসি
তুলসি মূলত পাঁচ প্রকারের হয়ে থাকে। ১. কৃষ্ণ তুলসি,  ২. রাম তুলসি,   ৩. শ্বেত তুলসি,   ৪. বন তুলসি,  ৫. লেবু তুলসি
advertisement
6/10
কৃষ্ণ তুলসি-এই বিশেষ প্রজাতির তুলসি গাছের পাতা গাঢ় বেগুনি রঙের হয়। তাই একে কৃষ্ণ তুলসি বা শ্যামা তুলসি বলা হয়। এই কালো রঙের জন্যই এটি ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় বলে মনে করা হয়।
কৃষ্ণ তুলসি-এই বিশেষ প্রজাতির তুলসি গাছের পাতা গাঢ় বেগুনি রঙের হয়। তাই একে কৃষ্ণ তুলসি বা শ্যামা তুলসি বলা হয়। এই কালো রঙের জন্যই এটি ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় বলে মনে করা হয়।
advertisement
7/10
রাম তুলসি-রাম তুলসির পাতা সবুজ, আকারে বেশ বড়। ভগবান রামের খুব প্রিয় এই পাতা, এমনই বিশ্বাস। রাম তুলসি পাতা খানিকটা মিষ্টি। বাড়িতে এই তুলসি লাগানো খুবই শুভ বলে মনে করা হয়, সুখ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস।
রাম তুলসি-রাম তুলসির পাতা সবুজ, আকারে বেশ বড়। ভগবান রামের খুব প্রিয় এই পাতা, এমনই বিশ্বাস। রাম তুলসি পাতা খানিকটা মিষ্টি। বাড়িতে এই তুলসি লাগানো খুবই শুভ বলে মনে করা হয়, সুখ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস।
advertisement
8/10
শ্বেত তুলসি-শ্বেত তুলসি আবার বিষ্ণু তুলসি নামেও পরিচিত। আসলে এই তুলসি গাছে সাদা রঙের ফুল হয়। সেই কারণেই একে শ্বেত তুলসি বলা হয়। এটি ভগবান বিষ্ণুর পূজায় ব্যবহৃত হয়।
শ্বেত তুলসি-শ্বেত তুলসি আবার বিষ্ণু তুলসি নামেও পরিচিত। আসলে এই তুলসি গাছে সাদা রঙের ফুল হয়। সেই কারণেই একে শ্বেত তুলসি বলা হয়। এটি ভগবান বিষ্ণুর পূজায় ব্যবহৃত হয়।
advertisement
9/10
লেবু তুলসি-লেবু তুলসি গাছের পাতা লেবুপাতার মতো দেখতে হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী একে প্রহ্লাদ তুলসি নামেও আখ্যায়িত করা হয়।
লেবু তুলসি-লেবু তুলসি গাছের পাতা লেবুপাতার মতো দেখতে হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী একে প্রহ্লাদ তুলসি নামেও আখ্যায়িত করা হয়।
advertisement
10/10
বন তুলসি-বন তুলসি সাধারণত জংলা গাছ হিসেবে পরিচিত। এর গন্ধ বেশ তীব্র হয়।
বন তুলসি-বন তুলসি সাধারণত জংলা গাছ হিসেবে পরিচিত। এর গন্ধ বেশ তীব্র হয়।
advertisement
advertisement
advertisement