ঘর সাজাতে হলে বিছানার চাদর কিন্তু বদলাতেই হবে ৷ পুজো আসছে তাই ঘরকে সাজাতে বাছাই করা কিছু বেড কভার ব্যবহার করলে ঘরের রূপ বদলাবে অনেকটাই ৷ ঐতিহ্য ধরে রাখতে কাঁথা স্টিচের বিছানার চাদর পাতলে বেশ একটা বাঙালিয়ানা ধরে রাখা যায় ৷ তাই পুজোর সময় ঘর সাজাতে এরকম একটা বেড কভার হলে মন্দ হবে না ৷ রাজস্থানি চাদর সব সময় সেরা ৷ ঘর ছোট হোক কিম্বা বড় ঘরের রূপ বদলাতে একটা রাজস্থানি প্রিন্টের বেড কভারই যথেষ্ট ৷ এরকম একটা চাদর বদলে দিতে পারে আপনার ঘরের সাজ ৷ বিছানার সাজে আজরখ সম্পর্কে অনেকেই জানেন না ৷ আজরাখ কিন্তু একেবারে বদলে দিতে পারে ঘরের লুক ৷ বিভিন্ন রঙের আজরাখ সাজাবে আপনার বিছানা ৷ পুজোতে ঘরকে অন্যরকম সাজাতে আজরখ বেড কভারের জুড়ি মেলা ভার ৷ পুজোয় একটু সাবেকি ধাঁচে ঘর সাজাতে চাইলে একটা উজ্জ্বল হলুদ রঙের হ্যান্ডলুম চাদর বিছানায় পাতাই যায় ৷ এতে ঘরের উজ্জ্বলতা যেমন বাড়ে তেমনই সুন্দর ভাবে সেজে ওঠে আপনার ঘর ৷ ঘরে একটু আধুনিকতার ছোঁয়া পেতে একটা হালকা রঙের জয়পুরী বিছানার চাদর পাতলে ঘরের রূপ একেবারে বদলে যেতে পারে ৷ শুধু তাই নয়, ঘরে আসবাব কম থাকলেও এরকম একটা বিছানার চাদর নজর কাড়বে সবার ৷