বাড়িতে ছারপোকা, তেলাপোকার উপদ্রব? বলা বাহুল জীবন অতিষ্ট! ছারপোকাকে রক্তচোষাও বলা হয় কারণ এই পোকা মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। বিছানা, বালিশ, মশারি, সোফা এদের পছন্দের আবাসস্থল। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই বেশি সক্রিয় থাকে। ততোটাই বিরক্তিকর তেলাপোকা। থাকে সাধারণত রান্নাঘরে। এটি স্বাস্থ্যের জন্যও খুব ক্ষতিকর। তবে টেনশন করবেন না! রইল ৫টি পরীক্ষিত উপায়, যাতে মাত্র ৫ মিনিটের মধ্যে আপনার বাড়ি থেকে ছারপোকা, তেলাপোকা দূর হবে--
২৫০ গ্রাম জলে ৪ চা-চামচ স্যাভলন বা ডেটল মিশিয়ে নিন। জল কম নিলে স্যাভলন-ও কম নেবেন। এবার ডেটল বা স্যালন মেশানো জল একটি স্প্রে বোতলে ভরে যেখানে যেখানে ছারপোকা-তেলাপোকার উপদ্রব রয়েছে যেমন খাট-সোফা-বালিশ-তোষক, রান্নাঘরের তাক সেখানে স্পরে করে দিন। ৫ মিনিটের মধ্যে তেলাপোকা বা ছারপোকা মরে যাবে বা চলে যাবে, আর কখনও আসবে না। টানা এক সপ্তাহ রোজ স্প্রে করুন। দেখবেন বাড়ি ছারপোকা, তেলাপোকা মুক্ত হয়ে গিয়েছে।