Beauty Tips: তুলতুলে, নরম, মোলায়েম...নিজেই প্রেমে পড়ে যাবেন! কাঁঠালি কলার ‘এই’ পেস্ট একবার জাস্ট গোড়ালিতে লাগিয়ে দেখুন

Last Updated:
ফাটা গোড়ালির সমস্যা নিয়ে ভোগেন না, এমন খুব কমই বাঙালি মধ্যবিত্ত রয়েছেন৷ সমস্যাটা এমনই যে যতক্ষণ না খুব ব্যথা-বেদনা হচ্ছে, ফাটা গোড়ালির সমস্যাকে পাশে সরিয়েই রেখে দিই৷
1/7
ফাটা গোড়ালির সমস্যা নিয়ে ভোগেন না, এমন খুব কমই বাঙালি মধ্যবিত্ত রয়েছেন৷ সমস্যাটা এমনই যে যতক্ষণ না খুব ব্যথা-বেদনা হচ্ছে, ফাটা গোড়ালির সমস্যাকে পাশে সরিয়েই রেখে দিই৷ কিন্তু, জানেন কি? এই গরম কালে বাড়ির সামান্য ৩টে উপাদান দিয়ে ফাটা গোড়ালির জন্য পেস্ট তৈরি করে লাগালে, সারা বছর এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন?
ফাটা গোড়ালির সমস্যা নিয়ে ভোগেন না, এমন খুব কমই বাঙালি মধ্যবিত্ত রয়েছেন৷ সমস্যাটা এমনই যে যতক্ষণ না খুব ব্যথা-বেদনা হচ্ছে, ফাটা গোড়ালির সমস্যাকে পাশে সরিয়েই রেখে দিই৷ কিন্তু, জানেন কি? এই গরম কালে বাড়ির সামান্য ৩টে উপাদান দিয়ে ফাটা গোড়ালির জন্য পেস্ট তৈরি করে লাগালে, সারা বছর এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন?
advertisement
2/7
ফাটা গোড়ালি ভাল রাখতে আমরা বাজার থেকে অনেক নামী দামি ব্র্যান্ডের মলম কিনে লাগিয়ে থাকি৷ কখনও সেটা কাজ করে কখনও করে না৷ কিন্তু, এমন কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যার মাধ্যমে ফাটা গোড়ালির সমস্যায় অনেকটাই আরাম পাওয়ার যায়৷
ফাটা গোড়ালি ভাল রাখতে আমরা বাজার থেকে অনেক নামী দামি ব্র্যান্ডের মলম কিনে লাগিয়ে থাকি৷ কখনও সেটা কাজ করে কখনও করে না৷ কিন্তু, এমন কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যার মাধ্যমে ফাটা গোড়ালির সমস্যায় অনেকটাই আরাম পাওয়ার যায়৷
advertisement
3/7
ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পেতে পাকা কলার ব্যবহার অব্যর্থ হতে পারে। শুধু জানতে হবে এই পাকা কলা আপনি কী ভাবে ব্যবহার করবেন৷ ফাটা গোড়ালির জন্য পাকা কলা দিয়ে পেস্ট বানাতে আপনারদ লাগবে আর ২টি উপকরণ৷ যা আপনি বাড়িতেই পেয়ে যেতে পারেন৷
ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পেতে পাকা কলার ব্যবহার অব্যর্থ হতে পারে। শুধু জানতে হবে এই পাকা কলা আপনি কী ভাবে ব্যবহার করবেন৷ ফাটা গোড়ালির জন্য পাকা কলা দিয়ে পেস্ট বানাতে আপনারদ লাগবে আর ২টি উপকরণ৷ যা আপনি বাড়িতেই পেয়ে যেতে পারেন৷
advertisement
4/7
এই পেস্টটি তৈরি করতে, প্রথমে আপনাকে পাকা কলা নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভাল করে পিষে নিতে হবে। মনে রাখবেন এই মিক্সারে একেবারেই যেন জল ব্যবহার করবেন না।
এই পেস্টটি তৈরি করতে, প্রথমে আপনাকে পাকা কলা নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভাল করে পিষে নিতে হবে। মনে রাখবেন এই মিক্সারে একেবারেই যেন জল ব্যবহার করবেন না।
advertisement
5/7
 এবার কলা থেকে তৈরি এই মিশ্রণে এক চামচ অ্যালোভেরা পাতার জেল ভাল করে মিশিয়ে নিন। তারপরে সেই মিশ্রণে দিন এক চামচ মধু৷ তারপর ভাল করে ফেটিয়ে নিন গোটা মিশ্রণটি৷ ১০ মিনিটের মধ্যেই এই ঘরোয়া পেস্ট তৈরি হয়ে যাবে।
এবার কলা থেকে তৈরি এই মিশ্রণে এক চামচ অ্যালোভেরা পাতার জেল ভাল করে মিশিয়ে নিন। তারপরে সেই মিশ্রণে দিন এক চামচ মধু৷ তারপর ভাল করে ফেটিয়ে নিন গোটা মিশ্রণটি৷ ১০ মিনিটের মধ্যেই এই ঘরোয়া পেস্ট তৈরি হয়ে যাবে।
advertisement
6/7
এরপর সাবান দিয়ে ভাল করে পা পরিষ্কার করে ধুয়ে কলার পেস্টটি গোড়ালিতে লাগান৷ তারপর ৩০ মিনিটের জন্য রেখে দিন। ৩০ মিনিট পরে, জল দিয়ে পা পরিষ্কার করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
এরপর সাবান দিয়ে ভাল করে পা পরিষ্কার করে ধুয়ে কলার পেস্টটি গোড়ালিতে লাগান৷ তারপর ৩০ মিনিটের জন্য রেখে দিন। ৩০ মিনিট পরে, জল দিয়ে পা পরিষ্কার করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
advertisement
7/7
সপ্তাহে দুই থেকে তিনবার এই প্রতিকারটি ব্যবহার করে আপনি ফাটা গোড়ালি থেকে এক মাসের মধ্যেই মুক্তি পেতে পারেন।
সপ্তাহে দুই থেকে তিনবার এই প্রতিকারটি ব্যবহার করে আপনি ফাটা গোড়ালি থেকে এক মাসের মধ্যেই মুক্তি পেতে পারেন। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
advertisement
advertisement
advertisement