নখের হলুদ ছোপ তুলে ফেলুন এই সব ঘরোয়া উপায়ে

Last Updated:
1/7
নখে নেল পলিশ নাগান বা না লাগান, খাবার খেলে হলুদের ছোপ পড়বেই৷ আর হলদে ছোপ পড়া নখ দেখতে মোটাও খুব একটা ভাল লাগে না৷ জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়ে তুলবেন নখের হলুদ ছোপ৷
নখে নেল পলিশ নাগান বা না লাগান, খাবার খেলে হলুদের ছোপ পড়বেই৷ আর হলদে ছোপ পড়া নখ দেখতে মোটাও খুব একটা ভাল লাগে না৷ জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়ে তুলবেন নখের হলুদ ছোপ৷
advertisement
2/7
হালকা গরম জলে লেবুর টুকরো দিয়ে হাত ভিজিয়ে রাখন ১-২ মিনিট৷ এতে নখের হলুদ ছোপ দূর হবে৷
হালকা গরম জলে লেবুর টুকরো দিয়ে হাত ভিজিয়ে রাখন ১-২ মিনিট৷ এতে নখের হলুদ ছোপ দূর হবে৷
advertisement
3/7
নখের হলুদ ছোপ তুলে ফেলার আরও একটি ভাল উপায় হল টুথপেস্ট৷ বিশেষ করে জেল টুথপেস্ট হলে বেশি ভাল হয়৷ টুথব্রাশ ভিজিয়ে নিয়ে টুথপেস্ট লাগিয়ে ১-২ মিনিট নখ ঘষে নিন৷ জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন৷
নখের হলুদ ছোপ তুলে ফেলার আরও একটি ভাল উপায় হল টুথপেস্ট৷ বিশেষ করে জেল টুথপেস্ট হলে বেশি ভাল হয়৷ টুথব্রাশ ভিজিয়ে নিয়ে টুথপেস্ট লাগিয়ে ১-২ মিনিট নখ ঘষে নিন৷ জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন৷
advertisement
4/7
যদি বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও অলিভ অয়েল ব্যবহার করেন তাহলে হলুদ ছোপ ওঠার পাশাপাশি নখ এক্সফোলিয়েটও হবে৷ এই মিশ্রণ টুথব্রাশে লাগিয়ে কিছুক্ষণ নখ ঘষে নিন৷ তারপর আরও কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন৷ জল দিয়ে ধুয়ে ফেলুন৷
যদি বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও অলিভ অয়েল ব্যবহার করেন তাহলে হলুদ ছোপ ওঠার পাশাপাশি নখ এক্সফোলিয়েটও হবে৷ এই মিশ্রণ টুথব্রাশে লাগিয়ে কিছুক্ষণ নখ ঘষে নিন৷ তারপর আরও কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন৷ জল দিয়ে ধুয়ে ফেলুন৷
advertisement
5/7
হাইড্রোজেন পারক্সাইড সলিউশন নখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ৷ পুরনো টুথব্রাশে নিয়ে নখ ঘষতে থাকুন৷ ৩ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷
হাইড্রোজেন পারক্সাইড সলিউশন নখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ৷ পুরনো টুথব্রাশে নিয়ে নখ ঘষতে থাকুন৷ ৩ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷
advertisement
6/7
ব্যবহার করতে পারেন ডেনচার ট্যাবলেট৷ ডেনচার ট্যাবলেট জলে ভিজিয়ে রাখুন৷ এই সলিউশনে হাত ডুবিয়ে রাখুন কিছুক্ষণ৷ এবার পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন৷
ব্যবহার করতে পারেন ডেনচার ট্যাবলেট৷ ডেনচার ট্যাবলেট জলে ভিজিয়ে রাখুন৷ এই সলিউশনে হাত ডুবিয়ে রাখুন কিছুক্ষণ৷ এবার পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন৷
advertisement
7/7
যেই উপায়েই নখ পরিষ্কার করুন না কেন তারপর নখে নারকেল তেল লাগিয়ে রাখুন৷ এতে নখের আর্দ্রতা বজায় থাকবে৷
যেই উপায়েই নখ পরিষ্কার করুন না কেন তারপর নখে নারকেল তেল লাগিয়ে রাখুন৷ এতে নখের আর্দ্রতা বজায় থাকবে৷
advertisement
advertisement
advertisement