Beauty tips : গরমে কাজল পরলে সারা মুখ কালো হয়ে যায়? রইল সহজ টিপস

Last Updated:
1/7
শীতের আমেজ শেষ। বসন্তও যায় যায় করছে। এবার আসছে গ্রীষ্মের দাবদাহ। ঘাম হওয়া শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই। তবে কি এবার সাজ মাটি? বিশেষ করে গরমে চোখে কাজল ধরে রাখতে রীতিমতো হিমশিম খেতে হয়। বাড়ি থেকে নিখুত ভাবে কাজল পরে বেরলেও দুঘণ্টা পরে তা চোখ থেকে নেমে সারা মুখে ছড়িয়ে পড়ে।  কিন্তু সঠিক নিয়ম মেনে গরমে কাজল পরসে স্মাজ হওয়া এড়ানো যায়। তার জন্য কয়েকটি বিশেষ কিন্তু সহজ কায়দা রয়েছে। জেনে নেওয়া যাক সেগুলি কী কী-
শীতের আমেজ শেষ। বসন্তও যায় যায় করছে। এবার আসছে গ্রীষ্মের দাবদাহ। ঘাম হওয়া শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই। তবে কি এবার সাজ মাটি? বিশেষ করে গরমে চোখে কাজল ধরে রাখতে রীতিমতো হিমশিম খেতে হয়। বাড়ি থেকে নিখুত ভাবে কাজল পরে বেরলেও দুঘণ্টা পরে তা চোখ থেকে নেমে সারা মুখে ছড়িয়ে পড়ে। কিন্তু সঠিক নিয়ম মেনে গরমে কাজল পরসে স্মাজ হওয়া এড়ানো যায়। তার জন্য কয়েকটি বিশেষ কিন্তু সহজ কায়দা রয়েছে। জেনে নেওয়া যাক সেগুলি কী কী-
advertisement
2/7
কাজল লাগানোর আগে চোখের চারপাশে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে হালকা হাতে মালিশ করুন। দেখবেন যাতে ক্রিম পুরোপুরি ত্বকের সঙ্গে মিশে যায়। চোখের চার পাশে অবশ্যই লুজ পাউডার বা কমপ্যাক্ট লাগিয়ে নিন। এতে অতিরিক্ত তেল চলে যাবে এবং চোখের চার পাশ পরিষ্কার দেখাবে। ফলে কাজল লাগানোর পরে স্মাজ হবে না।
কাজল লাগানোর আগে চোখের চারপাশে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে হালকা হাতে মালিশ করুন। দেখবেন যাতে ক্রিম পুরোপুরি ত্বকের সঙ্গে মিশে যায়। চোখের চার পাশে অবশ্যই লুজ পাউডার বা কমপ্যাক্ট লাগিয়ে নিন। এতে অতিরিক্ত তেল চলে যাবে এবং চোখের চার পাশ পরিষ্কার দেখাবে। ফলে কাজল লাগানোর পরে স্মাজ হবে না।
advertisement
3/7
একটি কাপড়ের রুমালে বরফ নিয়ে, তা দিয়ে চোখে ও তার চারপাশে হালকা করে মাসাজ করুন। এতে চোখের পাশের অতিরিক্ত তেল চলে যাবে। আই ব্যাগের সমস্যাও দূর হবে। এর পরে একটা শুকনো কাপড় দিয়ে চোখ মুছে নিন। সানস্ক্রিন লাগিয়ে শুরু করুন মেক আপ।
একটি কাপড়ের রুমালে বরফ নিয়ে, তা দিয়ে চোখে ও তার চারপাশে হালকা করে মাসাজ করুন। এতে চোখের পাশের অতিরিক্ত তেল চলে যাবে। আই ব্যাগের সমস্যাও দূর হবে। এর পরে একটা শুকনো কাপড় দিয়ে চোখ মুছে নিন। সানস্ক্রিন লাগিয়ে শুরু করুন মেক আপ।
advertisement
4/7
চোখের কোণে অতিরিক্ত তেল জমে যাতে না থাকে তার জন্য একটি ইয়ার বাড দিয়ে হালকা করে পরিষ্কার করে নিন।
চোখের কোণে অতিরিক্ত তেল জমে যাতে না থাকে তার জন্য একটি ইয়ার বাড দিয়ে হালকা করে পরিষ্কার করে নিন।
advertisement
5/7
চোখে উপরের ও নীচের ওয়াটার লাইনে কাজল লাগান। তবে  ভিতরে কোণে কাজল লাগাবেন না। ভিতরে কোণে চোখে অনেক সময়ে জল থাকায় কাজল স্মাজ হয়ে যায়। উপরের ওয়াটার লাইনে কাজল লাগালে চোখ সুন্দর দেখায়।
চোখে উপরের ও নীচের ওয়াটার লাইনে কাজল লাগান। তবে ভিতরে কোণে কাজল লাগাবেন না। ভিতরে কোণে চোখে অনেক সময়ে জল থাকায় কাজল স্মাজ হয়ে যায়। উপরের ওয়াটার লাইনে কাজল লাগালে চোখ সুন্দর দেখায়।
advertisement
6/7
উপর ও নীচের ওয়াটার লাইনে কাজল লাগানোর পরে কোনও ওয়াটার প্রুফ আইলাইনার তার উপরে লাগিয়ে নিন। আইলাইনার কাজল ধরে রাখবে। আইলাইনার চোখের কোণেও লাগাতে পারেন।  এতে কাজল ছড়াবে না।
উপর ও নীচের ওয়াটার লাইনে কাজল লাগানোর পরে কোনও ওয়াটার প্রুফ আইলাইনার তার উপরে লাগিয়ে নিন। আইলাইনার কাজল ধরে রাখবে। আইলাইনার চোখের কোণেও লাগাতে পারেন। এতে কাজল ছড়াবে না।
advertisement
7/7
সানগ্লাস পরে ঘেমে গেলে, সময় মতো সানগ্লাস বা চশমা খুলে চোখের চারপাশ মুছে নিন।
সানগ্লাস পরে ঘেমে গেলে, সময় মতো সানগ্লাস বা চশমা খুলে চোখের চারপাশ মুছে নিন।
advertisement
advertisement
advertisement