শীতের আমেজ শেষ। বসন্তও যায় যায় করছে। এবার আসছে গ্রীষ্মের দাবদাহ। ঘাম হওয়া শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই। তবে কি এবার সাজ মাটি? বিশেষ করে গরমে চোখে কাজল ধরে রাখতে রীতিমতো হিমশিম খেতে হয়। বাড়ি থেকে নিখুত ভাবে কাজল পরে বেরলেও দুঘণ্টা পরে তা চোখ থেকে নেমে সারা মুখে ছড়িয়ে পড়ে। কিন্তু সঠিক নিয়ম মেনে গরমে কাজল পরসে স্মাজ হওয়া এড়ানো যায়। তার জন্য কয়েকটি বিশেষ কিন্তু সহজ কায়দা রয়েছে। জেনে নেওয়া যাক সেগুলি কী কী-