Beauty Tips: হাতকাটা জামা পরার আগে বগলের কালো ছোপ দূর করুন, ঘরোয়া টোটকা জানুন

Last Updated:
জেনে নিন বগলের কালো ছোপ দূর করার কিছু ঘরোয়া টোটকা। (Beauty Tips)
1/7
স্লিভলেস, অফ শোল্ডার বা হল্টার নেক পোশাক পরার সবচেয়ে বড় শর্ত ছোপ বিহীন চকচকে বাহুমূল। এ দিকে হেয়ার রিমুভিং ক্রিমের ক্ষতিকারক কেমিক্যাল, সময়ের অভাবে শেভিং বা ওয়াক্সিং থেকে অ্যালার্জির কারণে বগলে কালো ছোপ পড়ে, ত্বকও শুষ্ক হয়ে যায়। জেনে নিন বগলের কালো ছোপ দূর করার কিছু ঘরোয়া টোটকা। (Beauty Tips)
স্লিভলেস, অফ শোল্ডার বা হল্টার নেক পোশাক পরার সবচেয়ে বড় শর্ত ছোপ বিহীন চকচকে বাহুমূল। এ দিকে হেয়ার রিমুভিং ক্রিমের ক্ষতিকারক কেমিক্যাল, সময়ের অভাবে শেভিং বা ওয়াক্সিং থেকে অ্যালার্জির কারণে বগলে কালো ছোপ পড়ে, ত্বকও শুষ্ক হয়ে যায়। জেনে নিন বগলের কালো ছোপ দূর করার কিছু ঘরোয়া টোটকা। (Beauty Tips)
advertisement
2/7
আলু-অ্যাসিডিক ধর্মের কারণে আলু খুব ভালো ব্লিচ করতে পারে। আলু কুরিয়ে নিয়ে কালো হয়ে যাওয়া অংশে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে নিন। দিনে দু'বার করলে ভাল ফল পাবেন।
আলু-অ্যাসিডিক ধর্মের কারণে আলু খুব ভালো ব্লিচ করতে পারে। আলু কুরিয়ে নিয়ে কালো হয়ে যাওয়া অংশে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে নিন। দিনে দু'বার করলে ভাল ফল পাবেন।
advertisement
3/7
শসা- আলুর মতোই শশাও খুব ভালো ব্লিচ করতে পারে। এক টুকরো শসা পাতলা করে কেটে নিয়ে কালো হয়ে যাওয়া চামড়ার উপর ঘষতে থাকুন। অথবা শসার রস, লেবুর রস ও অল্প গুঁড়ো হলুদ এক সঙ্গে মিশিয়ে নিন। ৩০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দিনে দু'বার করলে আপ ফল পাবেন।
শসা- আলুর মতোই শশাও খুব ভালো ব্লিচ করতে পারে। এক টুকরো শসা পাতলা করে কেটে নিয়ে কালো হয়ে যাওয়া চামড়ার উপর ঘষতে থাকুন। অথবা শসার রস, লেবুর রস ও অল্প গুঁড়ো হলুদ এক সঙ্গে মিশিয়ে নিন। ৩০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দিনে দু'বার করলে আপ ফল পাবেন।
advertisement
4/7
লেবু- ব্লিচিং-এর সঙ্গেই লেবুর অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ কালো ছোপ দূর করতে পারে। এক টুকরো লেবুর মধ্যে কয়েক দানা চিনি নিয়ে কালো অংশে ১০ মিনিট ধরে ঘষুন। হালকা গরম জলে ধুয়ে নিন। লেবু কিন্তু ত্বক শুষ্ক করে। তাই অবশ্যই এর পর ময়শ্চারাইজার লাগাবেন। এটা সপ্তাহে কেয়ক বার করুন।
লেবু- ব্লিচিং-এর সঙ্গেই লেবুর অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ কালো ছোপ দূর করতে পারে। এক টুকরো লেবুর মধ্যে কয়েক দানা চিনি নিয়ে কালো অংশে ১০ মিনিট ধরে ঘষুন। হালকা গরম জলে ধুয়ে নিন। লেবু কিন্তু ত্বক শুষ্ক করে। তাই অবশ্যই এর পর ময়শ্চারাইজার লাগাবেন। এটা সপ্তাহে কেয়ক বার করুন।
advertisement
5/7
নারকেল তেল- নারকেল তেলের মধ্যে থাকা ভিটামিন E শুধু যে কালো ছোপ দূর করে তা নয়। ন্যাচারাল ডিওডরান্টের কাজও করে নারকেল তেল। রোজ ১০ থেকে ১৫ মিনিট নারকেল তেল মাসাজ করুন।
নারকেল তেল- নারকেল তেলের মধ্যে থাকা ভিটামিন E শুধু যে কালো ছোপ দূর করে তা নয়। ন্যাচারাল ডিওডরান্টের কাজও করে নারকেল তেল। রোজ ১০ থেকে ১৫ মিনিট নারকেল তেল মাসাজ করুন।
advertisement
6/7
দুধ- দুই টেবিল চামচ দুধের সঙ্গে এক টেবিল চামচ ময়দা ও এক চা চামচ দই মিশিয়ে বগলের কালো অংশে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। অথবা এক চা চামচ দুধের মধ্যে দু’তিনটে কেসর ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এই দুধ দিয়ে লাগিয়ে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
দুধ- দুই টেবিল চামচ দুধের সঙ্গে এক টেবিল চামচ ময়দা ও এক চা চামচ দই মিশিয়ে বগলের কালো অংশে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। অথবা এক চা চামচ দুধের মধ্যে দু’তিনটে কেসর ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এই দুধ দিয়ে লাগিয়ে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
7/7
বেসন- দুই টেবিল চামচ বেসন, এক চা চামচ দই, লেবুর রস ও সামান্য হলুদ গুঁড়ো এক সহ্গে মিশিয়ে নিয়ে বগলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দিনে দু’বার এই রুটিম মেনে চললে কালো ছোপ দূর হবে, ত্বকও ভালো থাকবে।
বেসন- দুই টেবিল চামচ বেসন, এক চা চামচ দই, লেবুর রস ও সামান্য হলুদ গুঁড়ো এক সহ্গে মিশিয়ে নিয়ে বগলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দিনে দু’বার এই রুটিম মেনে চললে কালো ছোপ দূর হবে, ত্বকও ভালো থাকবে।
advertisement
advertisement
advertisement