স্লিভলেস, অফ শোল্ডার বা হল্টার নেক পোশাক পরার সবচেয়ে বড় শর্ত ছোপ বিহীন চকচকে বাহুমূল। এ দিকে হেয়ার রিমুভিং ক্রিমের ক্ষতিকারক কেমিক্যাল, সময়ের অভাবে শেভিং বা ওয়াক্সিং থেকে অ্যালার্জির কারণে বগলে কালো ছোপ পড়ে, ত্বকও শুষ্ক হয়ে যায়। জেনে নিন বগলের কালো ছোপ দূর করার কিছু ঘরোয়া টোটকা। (Beauty Tips)