Black Tea for Hair Care: এক কাপ চায়ে... চুল পড়াও আটকানো সম্ভব! টাক থেকে বাঁচতে চাইলে জানুন

Last Updated:
অল্প বয়সে মাথায় টাক পড়ে গেলে, চা-ডেটে কাউকেই পাওয়া যাবে না। (Black Tea for Hair Care)
1/8
এক কাপ চায়ে আপনি কাকে চান সে নিয়ে ভাবা হয়েছে বহু, এবার চুলের যত্নেও চা-কে কাজে লাগান। অল্প বয়সে মাথায় টাক পড়ে গেলে, চা-ডেটে কাউকেই পাওয়া যাবে না। (Black Tea for Hair Care)
এক কাপ চায়ে আপনি কাকে চান সে নিয়ে ভাবা হয়েছে বহু, এবার চুলের যত্নেও চা-কে কাজে লাগান। অল্প বয়সে মাথায় টাক পড়ে গেলে, চা-ডেটে কাউকেই পাওয়া যাবে না। (Black Tea for Hair Care)
advertisement
2/8
দিনের শুরুতে বা ক্লান্তি কাটাতে যেমন চা-এর দারুণ কার্যকারিতা, তেমনই চুলের যত্নেও খুব ভালো ফল দেয় চা (Black Tea for Hair Care)। চা কি শুধুমাত্র পানীয় হিসেবেই ব্যবহার হয়? চা কেবল আপনাকে সতেজই রাখে না, আপনার শরীরেও এর প্রভাব রয়েছে? (Black Tea for Hair Care)
দিনের শুরুতে বা ক্লান্তি কাটাতে যেমন চা-এর দারুণ কার্যকারিতা, তেমনই চুলের যত্নেও খুব ভালো ফল দেয় চা (Black Tea for Hair Care)। চা কি শুধুমাত্র পানীয় হিসেবেই ব্যবহার হয়? চা কেবল আপনাকে সতেজই রাখে না, আপনার শরীরেও এর প্রভাব রয়েছে? (Black Tea for Hair Care)
advertisement
3/8
অনেকের চুল ভেঙে যায়। এ সমস্যা থেকে রক্ষা করতে পারে কালো চায়ের লিকার। যাদের চুলে উজ্জ্বলতা নেই, উষ্কখুষ্ক, তারাও এই সমস্যা থেকে মুক্তি পাবেন চায়ের লিকার ব্যবহারে। দুই ক্ষেত্রেই চায়ের লিকার চুলে দিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে।
অনেকের চুল ভেঙে যায়। এ সমস্যা থেকে রক্ষা করতে পারে কালো চায়ের লিকার। যাদের চুলে উজ্জ্বলতা নেই, উষ্কখুষ্ক, তারাও এই সমস্যা থেকে মুক্তি পাবেন চায়ের লিকার ব্যবহারে। দুই ক্ষেত্রেই চায়ের লিকার চুলে দিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে।
advertisement
4/8
চুলের উজ্জ্বলতার জন্য চায়ের লিকার দিয়ে কন্ডিশনারও বানিয়ে নিতে পারেন। চা পাতা ফুটিয়ে গরম করে নিন। ঠাণ্ডা করে ছেঁকে লেবুর রস দিয়ে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে চুল হবে ঝলমলে।
চুলের উজ্জ্বলতার জন্য চায়ের লিকার দিয়ে কন্ডিশনারও বানিয়ে নিতে পারেন। চা পাতা ফুটিয়ে গরম করে নিন। ঠাণ্ডা করে ছেঁকে লেবুর রস দিয়ে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে চুল হবে ঝলমলে।
advertisement
5/8
শীতকালে অনেকের চুলে খুশকি দেখা যায়। তারা চাইলে চা পাতার প্যাক করে নিতে পারেন। এই প্যাক নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর হবে। ব্যবহার করা চায়ের পাতা ফেলে না দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিন। এই পাতা থেকে লিকার বের করে ঠাণ্ডা করে নিতে হবে। চুলে শ্যাম্পু করার পর এই লিকার চুলে দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের খুশকি দূর হবে ও চুল উজ্জ্বল হবে।
শীতকালে অনেকের চুলে খুশকি দেখা যায়। তারা চাইলে চা পাতার প্যাক করে নিতে পারেন। এই প্যাক নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর হবে। ব্যবহার করা চায়ের পাতা ফেলে না দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিন। এই পাতা থেকে লিকার বের করে ঠাণ্ডা করে নিতে হবে। চুলে শ্যাম্পু করার পর এই লিকার চুলে দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের খুশকি দূর হবে ও চুল উজ্জ্বল হবে।
advertisement
6/8
চুল পড়া রোধ ও চুলের বৃদ্ধিতে কাজ করে চায়ের লিকার। চা পাতা জলে ফুটিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর এই জল চুল ও মাথার তালুতে স্প্রে করতে হবে। নিয়মিত করলে চুল পড়া কমবে এবং চুলের বৃদ্ধি ভালো হবে।
চুল পড়া রোধ ও চুলের বৃদ্ধিতে কাজ করে চায়ের লিকার। চা পাতা জলে ফুটিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর এই জল চুল ও মাথার তালুতে স্প্রে করতে হবে। নিয়মিত করলে চুল পড়া কমবে এবং চুলের বৃদ্ধি ভালো হবে।
advertisement
7/8
অনেকের কম বয়সে চুল পাকতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চায়ের লিকার ব্যবহার করতে পারেন। পাকা চুলে কালো রং পেতে চাইলে চা পাতার সঙ্গে হেনার রস মিশিয়ে প্যাক করে নিন। এই প্যাক চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে দিন। চুল শুকিয়ে এলে শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে ফেলুন।
অনেকের কম বয়সে চুল পাকতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চায়ের লিকার ব্যবহার করতে পারেন। পাকা চুলে কালো রং পেতে চাইলে চা পাতার সঙ্গে হেনার রস মিশিয়ে প্যাক করে নিন। এই প্যাক চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে দিন। চুল শুকিয়ে এলে শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে ফেলুন।
advertisement
8/8
চুলের বৃদ্ধিতে চা-এ ভিটামিন সি, ভিটামিন ই এবং প্যান্থেনল রয়েছে। যা চুলের বৃদ্ধি এবং চুলকে আরও মোলায়েম করতে সাহায্য করে। ফলে মাঝে মাঝেই ফেলে দেওয়া চা পাতা থেকে রস বের করে জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
চুলের বৃদ্ধিতে চা-এ ভিটামিন সি, ভিটামিন ই এবং প্যান্থেনল রয়েছে। যা চুলের বৃদ্ধি এবং চুলকে আরও মোলায়েম করতে সাহায্য করে। ফলে মাঝে মাঝেই ফেলে দেওয়া চা পাতা থেকে রস বের করে জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
advertisement