Battle Pneumonia: ভারতেও 'চিনা নিউমোনিয়া' ! এখনই সাবধান হন! এই ৫ সস্তার খাবারে নিউমোনিয়া ঠেকানো যায়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ঋতু পরিবর্তনের সময় হঠাৎ ঠান্ডা লাগা, বুকে সর্দি জমে থাকার মতো সাধারণ কিছু লক্ষণ থেকেই অনেকসময় নিউমোনিয়া হয়ে যায়। কাজেই প্রথম থেকেই সাবধান হন।
চিন,আমেরিকা, ইয়োরোপের নানা অংশে দাপট দেখানোর পর রহস্যময় 'চিনা নিউমোনিয়া' ঢুকে পড়েছে ভারতেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে এটি সার্স-কোভ-২-আরএসভি, ইনফ্লুয়েঞ্জা এবং মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার মতো ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ। যে-কোনওরকম নিউমোনিয়ায় সর্দি কাশির পাশাপাশি, ফুসফুসে প্রদাহ তৈরি হয়। ঋতু পরিবর্তনের সময় হঠাৎ ঠান্ডা লাগা, বুকে সর্দি জমে থাকার মতো সাধারণ কিছু লক্ষণ থেকেই অনেকসময় নিউমোনিয়া হয়ে যায়। কাজেই প্রথম থেকেই সাবধান হন। গবেষণায় দেখা গিয়েছে, এই খুব সাধারণ ৫টি খাবারে নিউমোনিয়া ঠেকানো যায়--
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement