Battle Out Heart Attack: বাড়ছে হৃদরোগ, মাত্র ৩ টাকায় আয়ু বাড়ান, কমান হার্ট অ্যাটাকের ঝুঁকি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মাত্র ৩ টাকায় আয়ু বাড়ান, ভাল রাখুন হার্ট, ঝুঁকি কমান হার্ট অ্যাটাকের
advertisement
মাত্র তিন টাকায় বাজারে মেলে একটি পাতিলেবু এবং পাতিলেবু হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়। কীভাবে? যাঁদের হাই ব্লাড প্রেশার, তাঁদের জন্য দারুন উপকারি পাতিলেবু। লেবুতে থাকা ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমায়। কাজেই রোজ অন্তত একটা পাতিলেবু খাওয়ার অভ্যাস করুন।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে খুব বেশি পাতিলেবু খাবেন না। রোজ একটাই যথেষ্ট। যাদের কিডনির অসুখ, তাঁরা মোটেই বেশি পাতিলেবু খাবেন না, শরীরে পটাসিয়াম লেভেল হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি, খালিপেটে লেবুর রস পেটে গেলে লেবুর সাইট্রিক অ্যাসিডের সঙ্গে পাচকরসে থাকা অ্যাসিড মিলে পাকস্থলীর গাত্রের ক্ষতি করতে পারে, হতে পারে স্টমাক আলসারও।