Bathroom Vastu Tips: ভুলেও বাথরুমে এই জিনিসগুলি রাখবেন না! আর্থিক সংকটে জেরবার হবে জীবন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Bathroom Vastu Tips: জেনে নিন বাথরুমের বাস্তু ঠিক কেমন হলে আর্থিক সংকট কাটিয়ে ওঠা যায়।
বাথরুমের মধ্যে ভুলেও রাখবেন না এই জিনিসগুলো নইলে মারাত্মক বিপদ ।অনেক সময় আমরা কোন সফল কাজে নেমেও হঠাৎ করেই অসফলতার সম্মুখীন হয়ে যায়। বিভিন্ন সময় সব কাজেই বাধা সৃষ্টি হয়। বাড়িতে অর্থ আসলেও ধরে রাখতে পারি না খরচ হয়েই যায়। এর কারণ হতে পারে বাস্তু দোষ। নিজেদের অজান্তেই অনেক সময় আমরা বাড়িতে বাস্তুদোষ ঘটিয়ে ফেলি।
advertisement
জেনে নিন বাথরুমের বাস্তু ঠিক কেমন হলে আর্থিক সংকট কাটিয়ে ওঠা যায়। এই ব্যাপারে বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান,বাস্তুশাস্ত্রে বাথরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাথরুমকে নেগেটিভ এনার্জির আধার বলে মনে করা হয়। এই কারণে আগেকার দিনে বাথরুম মূল বাসভবনের থেকে বিচ্ছিন্ন ভাবে থাকত। কিন্তু এখনকার দিনে তা সম্ভব নয়। এই অবস্থায় জেনে নিন বাথরুমের নেগেটিভ এনার্জিকে কিভাবে কাটাবেন?(তথ্য- পিয়া গুপ্তা)
advertisement
advertisement
advertisement
advertisement