বিশেষজ্ঞদের মতে ছেলেদের যেসব ভুলে মাথায় টাক (Baldness And Hair Loss) পড়ে যাচ্ছে তার একটি হল মাথার চুল পরিষ্কারের পদ্ধতি। চুলে শ্যাম্পু করা বেশির ভাগ ছেলেই খুব স্বাভাবিক ভাবেন। কিন্তু আসলে ব্যাপারটা তত সহজও নয়। এবং চুল পরিষ্কার করার (Hair Care Mistakes)সময়ে অজান্তেই কিছু ভুল করে ফেলেন ছেলেরা। সেই কারণেই অনেক সময় কম বয়সেই চুল পড়ে টাক পড়ে যায় প্রবণতা তৈরি হয়। প্রতীকী চিত্র
অনেক ছেলে যে ভুলগুলি না জেনেই করে ফেলে—
১। অতিরিক্ত শ্যাম্পু : ভাবছেন ছোট চুল, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই প্রতিদিনই শ্যাম্পু করে ফেলছেন? এতেই মারাত্মক ক্ষতি (Hair Care Mistakes)হয়ে যাচ্ছে। রোজকার ধুলো-ময়লা-তেল পরিষ্কার করতে প্রত্যেকদিন শ্যাম্পু ব্যবহার করলে চুল রুক্ষ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। চুল পড়ার সমস্যা বাড়বে। চুল প্রাণহীন দেখাবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। প্রতীকী চিত্র
৪। ভেজা চুল আঁচড়ানো : ছেলেদের একটা বদভ্যাস (Hair Brushing Mistakes)রয়েছে। স্নান করে বেরিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে ফেলেন তাঁরা। এটাই মারাত্মক ভুল। চুল যতই ছোট হোক, তাতে জট পড়বেই। ভেজা চুলের গোঁড়া অনেক বেশি নরম থাকে। তখন বেশি টানাটানি করলে চুল বেশি পড়বে (Baldness And Hair Loss)। তাই এ বিষয়ে সতর্ক হন। কিছুক্ষণ অপেক্ষা করে, চুল খানিকটা শুকিয়ে গেলে তারপর চুল আঁচড়ান। প্রতীকী চিত্র