Baldness And Hair Loss: এই ভুল একদম নয়! মাথায় টাক পড়বে নিমেষে, অকালেই কেড়ে নেবে সৌন্দর্য্য...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Baldness And Hair Loss: অজান্তেই কিছু ভুল করে ফেলেন ছেলেরা। সেই কারণেই অনেক সময় কম বয়সেই চুল পড়ে টাক পড়ে যায় প্রবণতা তৈরি হয়।
advertisement
advertisement
অনেক ছেলে যে ভুলগুলি না জেনেই করে ফেলে— ১। অতিরিক্ত শ্যাম্পু : ভাবছেন ছোট চুল, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই প্রতিদিনই শ্যাম্পু করে ফেলছেন? এতেই মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। রোজকার ধুলো-ময়লা-তেল পরিষ্কার করতে প্রত্যেকদিন শ্যাম্পু ব্যবহার করলে চুল রুক্ষ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। চুল পড়ার সমস্যা বাড়বে। চুল প্রাণহীন দেখাবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
advertisement
৪। ভেজা চুল আঁচড়ানো : ছেলেদের একটা বদভ্যাস রয়েছে। স্নান করে বেরিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে ফেলেন তাঁরা। এটাই মারাত্মক ভুল। চুল যতই ছোট হোক, তাতে জট পড়বেই। ভেজা চুলের গোঁড়া অনেক বেশি নরম থাকে। তখন বেশি টানাটানি করলে চুল বেশি পড়বে। তাই এ বিষয়ে সতর্ক হন। কিছুক্ষণ অপেক্ষা করে, চুল খানিকটা শুকিয়ে গেলে তারপর চুল আঁচড়ান।
advertisement