Bad Breath: মুখে দুর্গন্ধ! কথা বললেই লোকজন ছিটকে পালায়? বারবার ব্রাশ না করে যত্ন নিন দাঁতের, বিশেষজ্ঞের কথা মানলেই মুশকিল আসান
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bad Breath: সচেতনতা বৃদ্ধি সত্ত্বেও বহু মানুষ মুখের স্বাস্থ্যের সঠিক যত্ন নিতে পারেন না। যার জেরে দাঁতের সমস্যার আশঙ্কা বাড়ে।
সাম্প্রতিক কয়েক দশকে ভারতের ওরাল হাইজিন সংক্রান্ত অভ্যাসের যথেষ্ট উন্নতি দেখা গিয়েছে। কিন্তু কিছু ব্যবধান রয়েই গিয়েছে, বিশেষ করে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে। যেখানে ডেন্টাল রুটিন তেমন ভাবে মানা হয় না। সচেতনতা বৃদ্ধি সত্ত্বেও বহু মানুষ মুখের স্বাস্থ্যের সঠিক যত্ন নিতে পারেন না। যার জেরে দাঁতের সমস্যার আশঙ্কা বাড়ে।
advertisement
advertisement
সেগুলি হল - দন্তরোগ বিশেষজ্ঞের কাছে না যেতে পারা, প্রতিরোধমূলক উপায় অবলম্বনের ঘাটতি এবং মুখের স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি স্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কে না বোঝা।এই ধরনের চ্যালেঞ্জের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করছে কোলগেটের ওরাল হেলথ মুভমেন্ট। নিয়মিত দাঁত মাজা, ফ্লসিং এবং নিয়মিত চেক-আপের মাধ্যমে ওরাল হাইজিন বজায় রাখা যেতে পারে।
advertisement
advertisement
নিয়মিত চেক-আপ: দাঁত পরীক্ষা করানোর জন্য নিয়মিত চিকিৎসক বা ডেন্টিস্টের কাছে যেতে হবে। মূলত ৬ মাসের ব্যবধানে চেক-আপ করানো উচিত। এতে সমস্যা আগেভাগেই ধরা পড়ে যায়। আসলে আমাদের দেশে দাঁতে ব্যথা হলে তবেই ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতা দেখা যায়। প্রতিরোধমূলক চেক-আপ কিন্তু অর্থের অপচয় এবং যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে।
advertisement
সীমিত পরিমাণ মিষ্টি পানীয় এবং অ্যাসিডিক খাবার: ভারতীয় খাদ্যতালিকায় থাকে মিষ্টি বা চিনি দেওয়া চা, মিষ্টি। সেই সঙ্গে আচার কিংবা চাটনির মতো টক প্রকৃতির খাবারও থাকে। যা দাঁতের এনামেল ক্ষয় করে। তাই খাওয়াদাওয়া করার পর জল দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করতে হবে এবং সুগার-ফ্রি গাম চিবোতে হবে। যা অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়। দাঁত শক্ত করতে ক্যালসিয়াম-সমৃদ্ধ খাবার খেতে হবে।
advertisement
advertisement
advertisement