বর্ষায় আটায় গিজগিজ করছে পোকা? ডিব্বায় ফেলে দিন এই পাতা আর মশলা, মিটবে সমস্যা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Atta Bugs: রান্নাঘরে অতি যত্নে রাখলেও কিছু কিছু সময়ে দেখা যায়, আটার কৌটোতে খেলে বেড়াচ্ছে সাদা রঙের পোকামাকড়। দেখে নেওয়া যাক, আটা, ময়দায় পোকা ধরলে কী কী করণীয় সেই পোকা ছাড়াতে
বৃষ্টির মৌসুমে জলীয় বাষ্পের কারণে রান্নাঘর বা বাড়িতে স্যাঁতসেঁতে ভাব বজায় থাকে। এর ফলে রান্নাঘরে রাখা আটা, চাল, নুন এবং মশলার মতো খাদ্যদ্রব্যে আর্দ্রতার কারণে পোকা লাগার আশঙ্কা বেড়ে যায়, যা মহিলাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে আর চিন্তা করার দরকার নেই! আমরা কিছু বিশেষ উপায় বাতলে দেব, যা অনুসরণ করে আপনি রান্নাঘরে রাখা খাদ্যসামগ্রীকে পোকা লাগা থেকে সহজেই বাঁচাতে পারবেন। তাহলে চলুন, গৃহবিজ্ঞানের এক বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেওয়া যাক সেই বিশেষ উপায়গুলি কী কী!
advertisement
রান্নাঘরে অতি যত্নে রাখলেও কিছু কিছু সময়ে দেখা যায়, আটার কৌটোতে খেলে বেড়াচ্ছে সাদা রঙের পোকামাকড়। দেখে রাগ হলেও, অগত্যা কী করা যায়, তা ঠাওরানো যায় না। তবে জানেন কি, আমাদের হাতের কাছেই এমন সমস্ত জিনিস থাকে, যা দিয়ে এই পোকা তাড়ানোর ঝঞ্ঝাট সহজেই মিটে যায়। দেখে নেওয়া যাক, আটা, ময়দায় পোকা ধরলে কী কী করণীয় সেই পোকা ছাড়াতে।
advertisement
বর্ষায় আটা সুরক্ষিত রাখবেন কীভাবে? রায়বরেলির এসবিভিপি ইন্টার কলেজের গৃহবিজ্ঞান বিভাগের প্রভাষক অরুণ কুমার সিং লোকাল ১৮-কে জানিয়েছেন যে, বৃষ্টির মৌসুমে রান্নাঘরে রাখা আটা, চাল, নুন এবং অন্যান্য মশলা সুরক্ষিত রাখা মহিলাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ, বৃষ্টির কারণে আর্দ্রতা বেড়ে যাওয়ায় এগুলিতে পোকা লাগার আশঙ্কা বেড়ে যায়। বিশেষ করে রান্নাঘরে রাখা আটা সুরক্ষিত রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর জন্য কিছু বিশেষ বিষয় খেয়াল রাখা উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement