Buddha Purnima 2025 Date Time Rituals: আসছে বুদ্ধ পূর্ণিমা! এই পবিত্র সময়ে এই বিশেষ কাজ করলেই বাজিমাত! রইল দিনক্ষণ ও শুভ মুহূর্ত

Last Updated:
Buddha Purnima 2025 Date Time Rituals: বুদ্ধ পূর্ণিমায় একটি বিরল যোগ তৈরি হচ্ছে। এর সঙ্গে রবি যোগেরও সমন্বয় রয়েছে।
1/5
চলছে বৈশাখ মাস। আসছে বুদ্ধ পূর্ণিমা। প্রাচীন সনাতনী মতে এবং বিশ্বাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন তথা তিথি। মনে করা হয় এই তিথিতে পুণ্যসঞ্চয় করার সুবর্ণসুযোগ রয়েছে।
চলছে বৈশাখ মাস। আসছে বুদ্ধ পূর্ণিমা। প্রাচীন সনাতনী মতে এবং বিশ্বাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন তথা তিথি। মনে করা হয় এই তিথিতে পুণ্যসঞ্চয় করার সুবর্ণসুযোগ রয়েছে।
advertisement
2/5
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আগামী ১১ মে, রবিবার সন্ধ্যা ৬.৫৫ মিনিটে শুরু হবে বুদ্ধ পূর্ণিমা।
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আগামী ১১ মে, রবিবার সন্ধ্যা ৬.৫৫ মিনিটে শুরু হবে বুদ্ধ পূর্ণিমা।
advertisement
3/5
এই পুণ্যতিথি থাকবে ১২ মে, সোমবার সন্ধ্যা ৭.২২ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী সেদিনই পালিত হবে বুদ্ধ পূর্ণিমা পার্বণ।
এই পুণ্যতিথি থাকবে ১২ মে, সোমবার সন্ধ্যা ৭.২২ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী সেদিনই পালিত হবে বুদ্ধ পূর্ণিমা পার্বণ।
advertisement
4/5
জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট জানাচ্ছেন বুদ্ধ পূর্ণিমায় একটি বিরল যোগ তৈরি হচ্ছে। এর সঙ্গে রবি যোগেরও সমন্বয় রয়েছে। রবি যোগ থাকছে সকাল ০৫:৩২ থেকে ০৬:১৭ পর্যন্ত।
জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট জানাচ্ছেন বুদ্ধ পূর্ণিমায় একটি বিরল যোগ তৈরি হচ্ছে। এর সঙ্গে রবি যোগেরও সমন্বয় রয়েছে। রবি যোগ থাকছে সকাল ০৫:৩২ থেকে ০৬:১৭ পর্যন্ত।
advertisement
5/5
প্রচলিত বিশ্বাস, এই যোগে স্নান এবং দান করলে সুস্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যাবে। একই সঙ্গে, ভগবান বুদ্ধের উপাসনা এবং ধ্যানের মাধ্যমে, সাধক সকল প্রকার সুখ লাভ করবেন। রবি যোগে স্নান, পূজা, জপ, তপস্যা এবং দান করাকে শুভ বলে মনে করা হয়।
প্রচলিত বিশ্বাস, এই যোগে স্নান এবং দান করলে সুস্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যাবে। একই সঙ্গে, ভগবান বুদ্ধের উপাসনা এবং ধ্যানের মাধ্যমে, সাধক সকল প্রকার সুখ লাভ করবেন। রবি যোগে স্নান, পূজা, জপ, তপস্যা এবং দান করাকে শুভ বলে মনে করা হয়।
advertisement
advertisement
advertisement