Astro Tips Valentine Day 2025: ভুলেও সঙ্গীকে এই উপহার-গুলো দেবেন না! মুহূর্তে ভেঙে যাবে প্রেম, সম্পর্ক! জানুন বিশেষজ্ঞর মত
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Bad Luck Gifts for Relationships: বাস্তুমতে উপহারের মারাত্বক প্রভাব পড়ে আমাদের জীবনে। এমন অনেক কিছু আছে, যেগুলি উপহার হিসেবে দিলে বা নিলে জীবনে প্রচণ্ড আর্থিক অনটন দেখা দিতে পারে।
শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ।৭ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলবে এই ভালোবাসার সপ্তাহ। তাই এখন থেকেই পার্টনারকে বিশেষ উপহার দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি শুরু দিন । ভালোবাসার দিবসে প্রেমিক প্রেমিকাকে স্পেশাল ফিল করাতে বিভিন্ন উপহার তুলে দেন একে অপরকে। তবে উপহার দেওয়ার আগে অবশ্যই মেনে চলুন বাস্তু শাস্ত্রমতে এই কিছু জিনিস।
advertisement
বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ পূবালী গুহ জানান,অনেকেই না জেনে নিজের প্রিয় মানুষকে বিভিন্ন জিনিস উপহার হিসেবে তুলে দেন এই প্রেম সপ্তাহে। এর ফলে সম্পর্কে দিন প্রতিদিন চলে আসে অশুভ প্রভাব। এর জন্য অবশ্যই কিছু কিছু উপহার দেওয়া একেবারে বাঞ্ছনীয় নিজের প্রিয় মানুষকে। করে নেই উপহার গুলো সম্পর্কে উন্নতির বদলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়াতে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement