Ashwin Purnima Vrat 2023: আজ পবিত্র আশ্বিন পূর্ণিমায় করুন এই কাজগুলি! অর্থ ও সৌভাগ্য বর্ষিত হবে জীবনে, জানুন জ্যোতিষ মত

Last Updated:
Ashwin Purnima Vrat 2023: মনে করা হয় এই তিথি তথা ব্রত নিষ্ঠা ভরে পালন করলে পুণ্যলাভ করা যায়
1/6
আশ্বিন পূর্ণিমা তিথিকে অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করেন পুণ্যার্থীরা। মনে করা হয় এই তিথি তথা ব্রত নিষ্ঠা ভরে পালন করলে পুণ্যলাভ করা যায়।
আশ্বিন পূর্ণিমা তিথিকে অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করেন পুণ্যার্থীরা। মনে করা হয় এই তিথি তথা ব্রত নিষ্ঠা ভরে পালন করলে পুণ্যলাভ করা যায়।
advertisement
2/6
শরৎকালীন ফসলে এ সময় চাষের ক্ষেত ভরে থাকে৷ তাই পশ্চিমী দুনিয়ায় এই সুপারমুনকে বলা হয় ‘হারভেস্ট মুন’৷
শরৎকালীন ফসলে এ সময় চাষের ক্ষেত ভরে থাকে৷ তাই পশ্চিমী দুনিয়ায় এই সুপারমুনকে বলা হয় ‘হারভেস্ট মুন’৷
advertisement
3/6
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী শুক্রবার পূর্ণিমা থাকবে দুপুর ৩.২৮ পর্যন্ত৷ অন্য পঞ্জিকা মতে এ দিন পূর্ণিমা তিথি থাকবে দুপুর ৪.০৪ পর্যন্ত৷
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী শুক্রবার পূর্ণিমা থাকবে দুপুর ৩.২৮ পর্যন্ত৷ অন্য পঞ্জিকা মতে এ দিন পূর্ণিমা তিথি থাকবে দুপুর ৪.০৪ পর্যন্ত৷
advertisement
4/6
অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় সুপারমুনকে অনেক বড় এবং উজ্জ্বল দেখায়৷ কিন্তু আজ কত ক্ষণ থাকবে পূর্ণিমা তিথি?
অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় সুপারমুনকে অনেক বড় এবং উজ্জ্বল দেখায়৷ কিন্তু আজ কত ক্ষণ থাকবে পূর্ণিমা তিথি?
advertisement
5/6
এই তিথিতে বহু বাড়িতে পরমান্ন বা পায়েস তৈরি করা হয়। পবিত্র পরমান্ন এই তিথির সন্ধ্যায় চন্দ্রদেবতাকে নিবেদন করার রীতিও প্রচলিত।
এই তিথিতে বহু বাড়িতে পরমান্ন বা পায়েস তৈরি করা হয়। পবিত্র পরমান্ন এই তিথির সন্ধ্যায় চন্দ্রদেবতাকে নিবেদন করার রীতিও প্রচলিত।
advertisement
6/6
জ্যোতিষ মতে মনে করা হয় আশ্বিন পূর্ণিমা তিথি পালন অত্যন্ত পুণ্যজনক৷
জ্যোতিষ মতে মনে করা হয় আশ্বিন পূর্ণিমা তিথি পালন অত্যন্ত পুণ্যজনক৷
advertisement
advertisement
advertisement