Chinese Vs Indian Garlic: বাজার থেকে যা আনছেন সবই চিনা রসুন? বিষ খাচ্ছেন রোজ...? দেশি চেনার সহজ উপায় জানুন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Chinese Garlic Vs Indian Garlic: কেউই প্রায় দেশি আর চিনে রসুনের তফাত জানেন না। কেনার সময় বুঝতে পারছেন না। আসুন, জেনে নেওয়া যাক দেশি রসুন চেনার সহজ উপায়।
advertisement
কারণ, এটি চাইনিজ রসুন! আমদানি হচ্ছে চিন থেকে। দেশের সমস্ত প্রান্তের সবজির বাজার ছেয়ে গিয়েছে এই চিনে রসুনে! ২০১৪ সাল থেকে এই রসুন ভারতে নিষিদ্ধ! তাও আজকাল নির্বিচারে ঢুকে পড়ছে বাজারে। এরকমটা হচ্ছে কারণ, কেউই প্রায় দেশি আর চিনে রসুনের তফাত জানেন না। কেনার সময় বুঝতে পারছেন না। আসুন, জেনে নেওয়া যাক দেশি রসুন চেনার সহজ উপায়।
advertisement
যখনই বাজার থেকে রসুন কিনবেন, খেয়াল রাখবেন, সাইজ যেন ছোট হয়। কারণ, দেহি রসুন কখনওই চিনা রসুনের মতো বড় হয় না। স্থানীয় রসুনের কোয়া পাতলা হয়, চিনা রসুনের কোয়া তুলনায় অনেকটাই মোটা। এতে দাগও থাকে। চিনে রসুন দেখতে ধবধবে সাদা, মসৃণ। কারণ এতে রাসায়নিক ব্যবহার করা হয়। দেশি রসুন হবে একটু ক্রিম রঙের বা হলদেটে। এর কোয়া হাতে ঘষলে সামান্য আঠালো ভাব থাকবে।
advertisement
advertisement
advertisement
ইউনিটাইটেড নেশনের পক্ষ থেকে আগেই চিনে রসুন ব্যান করা হয়। এক মার্কিন সেনেটর ২০১৭ সালে জানান চিনে রসুন শরীরের পক্ষে বিপজ্জনক নানা রকম রাসায়নিক এতে মিশে থাকে বলেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেছিলেন যে চিনা রসুনকে মিথাইল ব্রোমাইডযুক্ত ছত্রাকনাশক দিয়ে ফেলে রাখা হয় যাতে ছয় মাস পর্যন্ত ছত্রাকের বৃদ্ধি রোধ করা হয়।
advertisement
advertisement