Apple Health Benefits: আপেলের সঙ্গে আপেলের খোসাও খেয়ে ফেলছেন? জানেন এতে কী হচ্ছে শরীরে? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
আপেলের খোসা খেলে কী হয়? আপেল দিনের কোন সময়ে ভুলেও খাবেন না?
কথায় আছে, প্রতিদিন একটি করে আপেল খেলে আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। আর সুস্থ থাকার জন্য গ্রাম থেকে শহর - সমস্ত অঞ্চলের মানুষ এই নিয়ম মেনে চলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রবাদ কতটা ঠিক? প্রতিদিন একটি আপেল কি সত্যিই মানুষকে একাধিক রোগ থেকে দূরে রাখতে পারে? আর আপেল খোসা ছাড়িয়ে না কি খোসা-সহ-ই গোটা খাওয়া উচিত?
advertisement
advertisement
গোটা আপেল খাওয়ার উপকারিতা-- নগর বালিয়ার সরকারি আয়ুর্বেদিক হাসপাতালের ইনচার্জ মেডিক্যাল অফিসার ডা. সুভাষ চন্দ্র যাদবের মতে, আপেল খোসাসুদ্ধই খাওয়া বেশি উপকারী। কারণ খোসায় থাকে একাধিক পুষ্টিকর উপাদান যা শরীরের জন্য প্রয়োজনীয় এবং একাধিক রোগ প্রতিরোধ করে। আপেলের খোসায় থাকে অ্যান্টিঅক্সিড্যন্ট এবং ফ্ল্যাভোনয়েড যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক।
advertisement
advertisement
advertisement