Anti-aging Tips: বয়স ৪০ পেরোলেও ত্বক বুড়িয়ে যাবে না! শুধু মানতে হবে এই কয়েকটি টিপস
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বয়সের প্রভাব ত্বকের ওপরেও পড়ে৷ সময়ের সঙ্গে সঙ্গে ত্বকের টান টান ভাব আর থাকে না৷ ৪০-এর পরেই ত্বকে দেখা দেয় বলিরেখা৷
বয়সকে আটকে রাখা সম্ভব নয়৷ স্বাভাবিক প্রক্রিয়াতেই বয়স বাড়বে৷ বয়সের প্রভাব ত্বকের ওপরেও পড়ে৷ সময়ের সঙ্গে সঙ্গে ত্বকের টান টান ভাব আর থাকে না৷ ৪০-এর পরেই ত্বকে দেখা দেয় বলিরেখা৷ আগের চেয়ে বর্তমানে দ্রুত ত্বকে পড়ছে বার্ধক্যের ছাপ৷ এর একটি বড় কারণ হতে পারে বর্তমানে খাদ্যাভ্যাস, জীবনযাত্রা এবং ঠিকঠাক ত্বকের যত্ন না নেওয়া। তবে কিছু নিয়ম মানলে ত্বকের বয়স ধরে রাখা যায়৷ পরামর্শ দিলেন ডার্মাটোলজিস্টরা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement