Anti Aging Foods: 'চিরতরুণ' থাকতে চান? ঘুরিয়ে-ফিরিয়ে পাতে রাখুন এই ৭ খাবার,ত্বক হবে টানটান, 'ভ্যানিশ' বলিরেখা, ৫০-এও লাগবেন ২০
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বুড়ো হতে কে চায়! বয়স ঢাকার কত চেষ্টা! বাজারে শত শত লোশন, ক্রিম! মানুষে দেদার কিনছেন, এই আশায় মাখছেন যদি বা ৫০-এও ৩০ লাগে! যাঁদের সাধ্য আছে, তাঁরা বয়সের ছাপ এড়াতে করিয়ে নিচ্ছেন 'বোটোক্স', 'ফেস লিফ্টিং'-এর মতো নানা কিসিমের কসমেটিক্স সার্জারি! দিনের শেষে সত্য একটাই! কেউ বুড়িয়ে যেতে চায় না
বয়স বাড়বে এটা তো স্বাভাবিক! কিন্তু বয়সের ছাপ ত্বকে পড়ুক, এটা কে চায়! কেউ চায় না মুখে বলিরেখা পড়ুক, ত্বক কুচকে যাক, চামড়া ঝুলে পড়ুক! বরং বার্ধক্য যাতে শরীরকে গ্রাস না করতে পারে, তার জন্য ব্যবহরা করছেন নানা প্রসাধনী! মন দিচ্ছেন শরীরচর্চায়, খাদ্যাভ্যাসে বদল আনছেন। তবে গবেষণা বলছে কয়েকটা সাধারণ খাবার আপনার বাড়ন্ত বয়সের লাগাম টেনে ধরতে পারে, আপনাকে চিরতরুণ রাখার সিক্রেট রয়েছে এই ৭ খাবারে--
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement