মেটে খেলে শরীরে প্রয়োজনের তুলনায় বেশি ভিটামিন এ জমতে পারে৷ সেক্ষেত্রে দেখা দেবে ভিটামিন এ টক্সিসিটি৷ কারণ আনার শরীরের নিজের লিভার বা যকৃৎ অতিরিক্ত ভিটামিন এ প্রক্রিয়া করতে পারে না৷ ফলে ভিটামিন এ প্রয়োজনের তুলনায় বেড়ে গিয়ে দেখা দিতে পারে হাইপারভিটামাইনোসিস৷