‘যৌনতায় সক্ষম’, প্রমাণ করতে এই যুবক যা করলেন জানলে চমকে উঠবেন

Last Updated:
1/5
অভিযোগ উঠেছিল তিনি নাকি নপুংসক ৷ এমনকি তাঁর যৌনক্ষমতা নিয়েও উঠেছিল প্রশ্ন ৷ শারীরিক সম্পর্ক স্থাপনে অক্ষম এই অভিযোগ তুলে হায়দরাবাদ নিবাসী বিভাবসুর থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন স্ত্রী অনুশা ৷
অভিযোগ উঠেছিল তিনি নাকি নপুংসক ৷ এমনকি তাঁর যৌনক্ষমতা নিয়েও উঠেছিল প্রশ্ন ৷ শারীরিক সম্পর্ক স্থাপনে অক্ষম এই অভিযোগ তুলে হায়দরাবাদ নিবাসী বিভাবসুর থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন স্ত্রী অনুশা ৷
advertisement
2/5
অভিযোগ উঠেছিল তিনি নাকি নপুংসক ৷ এমনকি তাঁর যৌনক্ষমতা নিয়েও উঠেছিল প্রশ্ন ৷ শারীরিক সম্পর্ক স্থাপনে অক্ষম এই অভিযোগ তুলে হায়দরাবাদ নিবাসী বিভাবসুর থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন স্ত্রী অনুশা ৷
অভিযোগ উঠেছিল তিনি নাকি নপুংসক ৷ এমনকি তাঁর যৌনক্ষমতা নিয়েও উঠেছিল প্রশ্ন ৷ শারীরিক সম্পর্ক স্থাপনে অক্ষম এই অভিযোগ তুলে হায়দরাবাদ নিবাসী বিভাবসুর থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন স্ত্রী অনুশা ৷
advertisement
3/5
 ২০১৬ সালে বিয়ে অনুশার সঙ্গে বিয়ে হয় বিভাবসু ৷ সম্প্রতি স্বামীর থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে ডিভোর্সের মামলা করেন অনুশা ৷ কারণ হিসেবে জানান, তাঁর স্বামী নপুংসক ৷ স্ত্রীর মুখে এই অভিযোগ শুনে রাগে অন্ধ হয়ে যান বিভাবসু ৷ অভিযোগকে ভুল প্রমাণ করতে নেন চরম পদক্ষেপ ৷
২০১৬ সালে বিয়ে অনুশার সঙ্গে বিয়ে হয় বিভাবসু ৷ সম্প্রতি স্বামীর থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে ডিভোর্সের মামলা করেন অনুশা ৷ কারণ হিসেবে জানান, তাঁর স্বামী নপুংসক ৷ স্ত্রীর মুখে এই অভিযোগ শুনে রাগে অন্ধ হয়ে যান বিভাবসু ৷ অভিযোগকে ভুল প্রমাণ করতে নেন চরম পদক্ষেপ ৷
advertisement
4/5
 ২০১৬ সালে বিয়ে অনুশার সঙ্গে বিয়ে হয় বিভাবসু ৷ সম্প্রতি স্বামীর থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে ডিভোর্সের মামলা করেন অনুশা ৷ কারণ হিসেবে জানান, তাঁর স্বামী নপুংসক ৷ স্ত্রীর মুখে এই অভিযোগ শুনে রাগে অন্ধ হয়ে যান বিভাবসু ৷ অভিযোগকে ভুল প্রমাণ করতে নেন চরম পদক্ষেপ ৷
২০১৬ সালে বিয়ে অনুশার সঙ্গে বিয়ে হয় বিভাবসু ৷ সম্প্রতি স্বামীর থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে ডিভোর্সের মামলা করেন অনুশা ৷ কারণ হিসেবে জানান, তাঁর স্বামী নপুংসক ৷ স্ত্রীর মুখে এই অভিযোগ শুনে রাগে অন্ধ হয়ে যান বিভাবসু ৷ অভিযোগকে ভুল প্রমাণ করতে নেন চরম পদক্ষেপ ৷
advertisement
5/5
সেই ভিডিও পৌঁছায় অনুশার বাবা-মা ও পিসির কাছে ৷ অনুশার পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি অপরাধ আইনে গ্রেফতার করা হয়েছেন বিভাবসু ৷
সেই ভিডিও পৌঁছায় অনুশার বাবা-মা ও পিসির কাছে ৷ অনুশার পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি অপরাধ আইনে গ্রেফতার করা হয়েছেন বিভাবসু ৷
advertisement
advertisement
advertisement