Amloki Side Effects: উপকারে ঠাসা হলেও আমলকি খাবেন না এঁরা! জানুন কারা এই সবুজ ফল খেলেই শরীর ফুটিফাটা হবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Amloki Side Effects:সুপারফুড হলেও আমলকি কিছু ক্ষেত্রে খুবই ক্ষতিকারক৷ ডেকে আনে বিপদ৷ তাই সেক্ষেত্রে এই ফল সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। তাঁরা এই টক ফল খেলেই বাড়বে সমস্যা। জানুন কারা এই ফল কোনওমতেই খাবেন না
শীতকালীন সমস্যার মোকাবিলা করতে আমলা বা আমলকির জুড়ি নেই৷ ভিটামিন সি,অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর আমলা বা আমলকিকে বলা হয় সুপারফুড। শীতকাল-সহ বছরভরই ডায়েটে রাখা যায় উপকারী আমলকিকে।
advertisement
কিন্তু সুপারফুড হলেও আমলকি কিছু ক্ষেত্রে খুবই ক্ষতিকারক৷ ডেকে আনে বিপদ৷ তাই সেক্ষেত্রে এই ফল সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। তাঁরা এই টক ফল খেলেই বাড়বে সমস্যা। জানুন কারা এই ফল কোনওমতেই খাবেন না। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
ভিটামিন সি ভরপুর আমলকি প্রকৃতিগত ভাবে আম্লিক। অতিরিক্ত আমলকি খেলে অম্বল, বুক জ্বালার মতো সমস্যা হয়। যাঁদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাঁরা আমলকি খাবেন না।
advertisement
আমলকির অ্যান্টিপ্লেটলেট বৈশিষ্ট্য আছে। তাই রক্তের অসুখ থাকলে এড়িয়ে চলাই ভাল। ব্লাড ক্লটিং-এ সমস্যা হতে পারে আমলকি খেলে।
advertisement
কোনও অস্ত্রোপচার হওয়ার কথা থাকলে তার দু’ সপ্তাহ আগে থেকে আমলকি এড়িয়ে চলুন। যাঁদের ব্লাড সুগারের মাত্রা কম, তাঁরা বেশি খাবেন না এই ফল। হিতে বিপরীত হয়ে কমে যেতে পারে রক্তে শর্করার পরিমাণ।
advertisement
