যৌনতায় ‘ইন্টারকোর্স’ শব্দটি আমরা জানি৷ কিন্তু সমান্তরাল আরও একটি টার্ম পরিচিত৷ তা হল, ‘আউটারকোর্স’৷
2/ 7
আটের দশকে ‘সেফার সেক্স’ টার্মের সঙ্গে এই আউটারকোর্স পরিচিত হয়৷ সেক্সোলজিস্টদের মতে, পেনিট্রেশন ছাড়া যৌনসুখ পুরোমাত্রায় পাওয়ার উপায়ই হল আউটারকোর্স৷
3/ 7
তবে বিশেষজ্ঞদের মতে, নন পেনেট্রেটিভ সেক্সুয়াল প্লেজারের মাত্রা বদলে যায় ব্যক্তিবিশেষে৷ অনেকে মনে করেন যৌনতর মূলপর্বে পৌঁছনোর আগে যে ফোর প্লে করা হয়, তাকেই বলা যায় আউটারকোর্স৷
4/ 7
তবে অনেকে একে ফোর প্লে সমার্থক ভাবতে রাজি নন৷ কারণ তাঁদের মতে, ফোর প্লে করা হয় যৌনতার মূল পর্বের প্রথম ধাপ হিসেবে৷
5/ 7
অন্যদিকে আউটারকোর্সের পরে আর কোনও যৌনতার পর্ব অপেক্ষা করে থাকে না৷ অর্থাৎ ইন্টারকোর্সের বিকল্প হিসেবে এই পদ্ধতিকে বেছে নেওয়া হয়৷
6/ 7
অনেক ক্ষেত্রে মহিলারা মূল পর্বের যৌনতার তুলনায় বেশি পছন্দ করেন আউটারকোর্সকেই৷ আবার কোনও কারণে ইন্টারকোর্স সম্ভব না হলে বা সেই পর্বে অনীহা দেখা দিলে আউটারকোর্সকে বিকল্প হিসেবে বেছে নেওয়ার উপর গুরুত্ব দেন মনোবিদরা৷
7/ 7
কারণ শারীরিক মিলন তো যান্ত্রিক পদ্ধতি নয়৷ বরং মনের মিলনও৷ তাই সঙ্গী ও সঙ্গিনী উভয়ের তৃপ্তি একবিন্দুতে মিলিত হলে আউটারকোর্সকেই বিকল্প হিসেবে মনে করা হচ্ছে৷