Ajwain Leaves Health Benefits: হজম থেকে হাঁপানি— একাধিক রোগের মহৌষধ এই অবহেলিত পাতা, রোজ খেলে বশে থাকবে ক্রনিক রোগব্যাধি! জানুন খাওয়ার সঠিক নিয়ম
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Ajwain Leaves Health Benefits: জোয়ান গাছ ও পাতার আয়ুর্বেদিক গুণ হজম শক্তি বাড়াতে, গ্যাস ও অম্বল কমাতে এবং শরীর সুস্থ রাখতে বিশেষভাবে কার্যকর। ঘরোয়া উপায়ে জোয়ান পাতার নিয়মিত ব্যবহারে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকার
বাজারে কিনে নয় এবারে বাড়িতেই চাষ করতে পারবেন বিশেষ এই স্বাস্থ্যকর ঔষধি গাছ। সাধারণত ভারী মাত্রায় খাবার খেয়ে হজম শক্তি বৃদ্ধির জন্য জোয়ান সেবন করে থাকেন অনেকে। মূলত বাজার কিংবা মুদিখানার দোকানে পাওয়া যায় শুকনো জোয়ান। তবে কিনে খাওয়ার আর প্রয়োজন নয়। এবারে বিশেষ এই পদ্ধতিতে বাড়িতেই জোয়ান গাছ চাষ করতে পারবেন আপনিও।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement
শুধু হজমের ক্ষেত্রে নয় আয়ুর্বেদ এই উপায়ে স্বাস্থ্যের একাধিক রোগের নির্ণায়ক এই জোয়ান উদ্ভিদ। চরক সংহিতা মতে অর্শ রোগে জোয়ান চূর্ণ হিতকর। চক্রদত্ত মতে পুরাতন গুড়ের সাথে জোয়ান চূর্ণ সেবন করলে শিতপিত্ত জাতীয় ত্বকের সমস্যায় উপকারী। এছাড়াও গুড় সেবন করার পর পারসিক জোয়ান জলে বেটে সেবন করলে কৃমি রোগে হিতকর।
advertisement
advertisement









