অমঙ্গলের ভয়, গত ২০০ বছর দিওয়ালি পালিত হয় না অন্ধ্রপ্রদেশের এই গ্রামে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
যখন গোটা ভারত আলোর রোশনাইয়ে জ্বলজ্বল করবে, তখন এই দেশেরই একটা গ্রাম থাকবে অন্ধকারে মোড়া। শুধু এ'বছরই নয়, বিগত ২০০ বছর ধরেই দিওয়ালি পালন না করাটা রীতি এই গ্রামের
আর কয়েকদিন বাদে দীপাবলি! কোভিড আবহে এ'বছর উৎসবের আমেজ নেই, মহা সমারোহে দীপাবলি পালন করা থেকেও বিরত থাকবেন সবাই, কিন্তু এদিন বাড়িতে সবাই-ই প্রদীপ বা দিয়া জ্বালাবেন ঠিকই! কিন্তু জানেন কি, যখন গোটা ভারত আলোর রোশনাইয়ে জ্বলজ্বল করবে, তখন এই দেশেরই একটা গ্রাম থাকবে অন্ধকারে মোড়া। শুধু এ'বছরই নয়, বিগত ২০০ বছর ধরেই দিওয়ালি পালন না করাটা রীতি এই গ্রামের।
advertisement
advertisement
advertisement