৬ ফুটই যথেষ্ট নয়, মানতে হবে ৭ ফুটেরও বেশি দূরত্বের নিয়ম, কেন এ কথা বলছে নয়া সমীক্ষা ?
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই ড্রপলেট ৭ ফুট দূরত্ব হেসে-খেলে অতিক্রম করতে পারে !
advertisement
advertisement
তা হলে আমাদের কি এ বার থেকে ৬ ফুটের দূরত্ববিধির বদলে ৭ ফুটের দূরত্ববিধি মেনে চলা উচিৎ? গবেষণাপত্রটির প্রধান লেখক ডক্টর ফং ইয়ু লিয়ং অন্তত সে রকমই পরামর্শ দিচ্ছেন। বলছেন যে হাঁচি বা কাশির সঙ্গে আমাদের নাক-মুখ থেকে যে ড্রপলেট বেরিয়ে আসে, তা ৬.৬ ফুট তো বটেই, মোটামুটি ৭ ফুট দূরত্বও অতিক্রম করতে পারে। তাই সুরক্ষিত থাকার জন্য অতিরিক্ত ১ ফুট যোগ করে নিদেনপক্ষে ৮ ফুটের দূরত্ববিধি মেনে চলাই বুদ্ধিমানের কাজ হবে!
advertisement
মানুষ কথা বললে, গান গাইলে, চিৎকার করলে, হাঁচলে, কাশলে, বাতাসে ড্রপলেট ছড়ায়। এর মধ্যে দিয়েই সংক্রমিত রোগীর থেকে করোনাভাইরাস ছড়ায়। সংক্রমণ এড়াতে ন্যূনতম ৬ ফুট দূরত্ব রাখার পরামর্শ দেওয়া হয়েছিল, কারণ অনুমান করা হয়েছিল ৬ ফুটের বেশি দূরত্ব অতিক্রম করার আগেই ড্রপলেট মাটিতে পড়ে যায়। কিন্তু এখন সিঙ্গাপুর থেকে যে সাবধানবাণী ভেসে এল, তা সাফ বুঝিয়ে দিচ্ছে যে চিন্তার কারণ যথেষ্ট রয়েছে!
advertisement
advertisement