এমএ পাস করেই পর্নছবিতে অভিনয় ! মেয়ে জানাল তাঁর ছোটবেলার ইচ্ছের কথা

Last Updated:
1/6
দেখুন কি অবস্থা ৷ একজন এমবিএ পাস করা মেয়ে দুম করে হয়ে গেল পর্নস্টার ! কী এমন ঘটেছিল সুন্দরী অ্যালেক্সের সঙ্গে ৷ যার জন্য তাঁকে বেছে নিতে হল এরকম পথ ৷ সংসারের চাপ ? নাকি শুধুই ফুর্তি ? টাকা পয়সার লোভই কি তাঁকে ঠেলে দিল নীল ছবির দিকে ? কী ঘটেছিল অ্যালেক্সের সঙ্গে... বহু জায়গায় চাকরী করেছে অ্যালেক্স ৷
দেখুন কি অবস্থা ৷ একজন এমবিএ পাস করা মেয়ে দুম করে হয়ে গেল পর্নস্টার ! কী এমন ঘটেছিল সুন্দরী অ্যালেক্সের সঙ্গে ৷ যার জন্য তাঁকে বেছে নিতে হল এরকম পথ ৷ সংসারের চাপ ? নাকি শুধুই ফুর্তি ? টাকা পয়সার লোভই কি তাঁকে ঠেলে দিল নীল ছবির দিকে ? কী ঘটেছিল অ্যালেক্সের সঙ্গে... বহু জায়গায় চাকরী করেছে অ্যালেক্স ৷
advertisement
2/6
সুন্দরী ও স্মার্ট হওয়ায় ইন্টারভিউ কখনও বিফলে যায়নি তাঁর ৷ তবুও নানা কারণে, অফিস থেকে তাড়িয়ে দিত অ্যালেক্সকে৷ কিন্তু কেন ? অ্যালেক্স এমন কী করতেন যার জন্য এখন তাঁর এই অবস্থা ?
সুন্দরী ও স্মার্ট হওয়ায় ইন্টারভিউ কখনও বিফলে যায়নি তাঁর ৷ তবুও নানা কারণে, অফিস থেকে তাড়িয়ে দিত অ্যালেক্সকে৷ কিন্তু কেন ? অ্যালেক্স এমন কী করতেন যার জন্য এখন তাঁর এই অবস্থা ?
advertisement
3/6
cosmopolitan.com ওয়েবসাইটকে অ্যালেক্স জানিয়েছেন অদ্ভুত এক কথা ৷ অ্যালেক্সের কথায়, খুব ছোটোবেলা থেকেই নীল ছবির দিকে আমার রুচি ছিল ৷
cosmopolitan.com ওয়েবসাইটকে অ্যালেক্স জানিয়েছেন অদ্ভুত এক কথা ৷ অ্যালেক্সের কথায়, খুব ছোটোবেলা থেকেই নীল ছবির দিকে আমার রুচি ছিল ৷
advertisement
4/6
অ্যালেক্স জানিয়েছে, লুকিয়ে লুকিয়ে দেখতাম ৷ দারুণ লাগত দেখতে ৷ নিজেকে নীল ছবির নায়িকার সঙ্গে তুলনা করতাম ৷ আমার ইচ্ছে করত নীল ছবির নায়িকাদের মত হতে ৷ তাই সুযোগ খুঁজছিলাম ৷
অ্যালেক্স জানিয়েছে, লুকিয়ে লুকিয়ে দেখতাম ৷ দারুণ লাগত দেখতে ৷ নিজেকে নীল ছবির নায়িকার সঙ্গে তুলনা করতাম ৷ আমার ইচ্ছে করত নীল ছবির নায়িকাদের মত হতে ৷ তাই সুযোগ খুঁজছিলাম ৷
advertisement
5/6
অ্যালেক্সের কথায়, আমার প্রেমিক যখন শুনল আমার ইচ্ছের কথা ৷ তখন খুব রেগে গিয়েছিল ৷ কিন্তু আমি পাত্তা দিতে চাইনি ৷ আমি ঠিক করে ফেলেছিলাম, হবই আমি পর্নস্টার !
অ্যালেক্সের কথায়, আমার প্রেমিক যখন শুনল আমার ইচ্ছের কথা ৷ তখন খুব রেগে গিয়েছিল ৷ কিন্তু আমি পাত্তা দিতে চাইনি ৷ আমি ঠিক করে ফেলেছিলাম, হবই আমি পর্নস্টার !
advertisement
6/6
অ্যালেক্সের মতে, জীবনটা খুব ছোটো ৷ নিজের মতো করে বাঁচা উচিত ৷ আর যে কাজে নিজে আনন্দ পাওয়া যায়, সে কাজই করা উচিত ৷ তাই অ্যালেক্স যোগ দিলেন পর্ন ছবিতে ৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি অ্যালেক্স ৷ এখন সফল ৷ নামকরা এক পর্নস্টার !
অ্যালেক্সের মতে, জীবনটা খুব ছোটো ৷ নিজের মতো করে বাঁচা উচিত ৷ আর যে কাজে নিজে আনন্দ পাওয়া যায়, সে কাজই করা উচিত ৷ তাই অ্যালেক্স যোগ দিলেন পর্ন ছবিতে ৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি অ্যালেক্স ৷ এখন সফল ৷ নামকরা এক পর্নস্টার !
advertisement
advertisement
advertisement