General Knowledge Story: 'এই' ধরনের মানুষকে সব থেকে বেশি কামড়ায় মশা... আপনি সেই দলে পড়েন কি?

Last Updated:
দেখা গিয়েছে কালো বা অন্যান্য গাঢ় রঙের পোশাক যারা পরে তাদেরকেই আগে মশারা ছেঁকে ধরে।
1/11
মশা নেই এমন জায়গা বোধহয় দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। আর মশার কামড় খাননি এমন মানুষও তো নেই।
মশা নেই এমন জায়গা বোধহয় দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। আর মশার কামড় খাননি এমন মানুষও তো নেই।
advertisement
2/11
কিছুদিন আগেই গোটা বাংলাজুড়ে ছিল ডেঙ্গি পরিস্থিতি।
কিছুদিন আগেই গোটা বাংলাজুড়ে ছিল ডেঙ্গি পরিস্থিতি।
advertisement
3/11
মশার কামড় থেকে নানা রোগ হতে পারে একথা সকলেরই জানা। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ এড়াতে মশার কামড় থেকে বাাঁচা প্রয়োজন। তবে মশার কামড় খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, মশার কামড় কিছু মানুষকে তুলনায় বেশি কামড়ায়। ভিড়ের মধ্যে বসে আছেন অনেকেই। কিন্তু দেখা যাচ্ছে, তার মধ্যে দু-একজনকেই ছেঁকে ধরেছে মশা। কেন এমন হয় জানেন?
মশার কামড় থেকে নানা রোগ হতে পারে একথা সকলেরই জানা। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ এড়াতে মশার কামড় থেকে বাাঁচা প্রয়োজন। তবে মশার কামড় খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, মশার কামড় কিছু মানুষকে তুলনায় বেশি কামড়ায়। ভিড়ের মধ্যে বসে আছেন অনেকেই। কিন্তু দেখা যাচ্ছে, তার মধ্যে দু-একজনকেই ছেঁকে ধরেছে মশা। কেন এমন হয় জানেন?
advertisement
4/11
গবেষণায় জানা যাচ্ছে, নির্দিষ্ট কয়েকটি গ্রুপের রক্ত বিশেষ করে পছন্দ মশাদের। এডিস মশাদের পছন্দ O ব্লাড গ্রুপের রক্ত। কিন্তু অ্যানোফিলিসদের পছন্দ AB গ্রুপের রক্ত।
গবেষণায় জানা যাচ্ছে, নির্দিষ্ট কয়েকটি গ্রুপের রক্ত বিশেষ করে পছন্দ মশাদের। এডিস মশাদের পছন্দ O ব্লাড গ্রুপের রক্ত। কিন্তু অ্যানোফিলিসদের পছন্দ AB গ্রুপের রক্ত।
advertisement
5/11
মশারা বহুদূর থেকে কার্বন ডাই অক্সাইডের হদিশ পায়। চেহারায় যারা দেখতে বড় তাদের শরীর থেকে স্বাভাবিক ভাবেই তুলনায় বেশি কার্বন ডাই অক্সাইড বেশি বেরোয় অন্যদের থেকে। তাই এদের মশা বেশি কামড়ায়। মুখ ও নাক থেকে কার্বন ডাই অক্সাইড বের হয় বলেই মাথার উপর মশার ঝাঁক ঘুরতে দেখা যায়।
মশারা বহুদূর থেকে কার্বন ডাই অক্সাইডের হদিশ পায়। চেহারায় যারা দেখতে বড় তাদের শরীর থেকে স্বাভাবিক ভাবেই তুলনায় বেশি কার্বন ডাই অক্সাইড বেশি বেরোয় অন্যদের থেকে। তাই এদের মশা বেশি কামড়ায়। মুখ ও নাক থেকে কার্বন ডাই অক্সাইড বের হয় বলেই মাথার উপর মশার ঝাঁক ঘুরতে দেখা যায়।
advertisement
6/11
মশারা নানা রকমের গন্ধ পায়। ঘাম থেকে নির্গত অ্যামোনিয়া, ল্যাকটিক অ্যাসিড, এর গন্ধ পায় এরা। অতিরিক্ত পরিশ্রমে যেন শরীর গরম হয় এবং ল্যাকটিক অ্যাসিড তৈকি হয়। ঘামের গন্ধের উপরেও নির্ভর করে, কাকে মশা বেশি কামড়াবে। যারা ঘামে বেশি তাদের বহু দূর থেকেই সহজে হদিশ পায় মশারা।
মশারা নানা রকমের গন্ধ পায়। ঘাম থেকে নির্গত অ্যামোনিয়া, ল্যাকটিক অ্যাসিড, এর গন্ধ পায় এরা। অতিরিক্ত পরিশ্রমে যেন শরীর গরম হয় এবং ল্যাকটিক অ্যাসিড তৈকি হয়। ঘামের গন্ধের উপরেও নির্ভর করে, কাকে মশা বেশি কামড়াবে। যারা ঘামে বেশি তাদের বহু দূর থেকেই সহজে হদিশ পায় মশারা।
advertisement
7/11
গর্ভবতী মহিলাদেরও মশা বেশি কামড়ায়। ২০০০ সালে আফ্রিকায় হওয়া একটি গবেষণা বলছে, গর্ভবতী মহিলাদের দ্বিগুণ পরিমাণে মশা কামড়ায়। কারণ এদের শরীর তুলনামূলক বেশি গরম থাকে।
গর্ভবতী মহিলাদেরও মশা বেশি কামড়ায়। ২০০০ সালে আফ্রিকায় হওয়া একটি গবেষণা বলছে, গর্ভবতী মহিলাদের দ্বিগুণ পরিমাণে মশা কামড়ায়। কারণ এদের শরীর তুলনামূলক বেশি গরম থাকে।
advertisement
8/11
মশারা কি বিয়ার-এর স্বাদ পছন্দ করে? গবেষণায় দেখা গিয়েছে, যারা জল খেয়েছে তাদের থেকে বেশি যারা বিয়ার খেয়েছে, তারাই মশাকে বেশি আকর্ষণ করে।
মশারা কি বিয়ার-এর স্বাদ পছন্দ করে? গবেষণায় দেখা গিয়েছে, যারা জল খেয়েছে তাদের থেকে বেশি যারা বিয়ার খেয়েছে, তারাই মশাকে বেশি আকর্ষণ করে।
advertisement
9/11
একজনের ত্বকে কী পরিমাণ ব্যাকটেরিয়া আছে তার উপরেও মশার কামড় নির্ভর করে। যেখানে ব্য়াকটেরিয়া বেশি সেখানে মশারা আকৃষ্ট হয় বেশি। সেই কারণেই পায়ে এবং গোড়ালিতে সবচেয়ে বেশি মশারা কামড়ায়।
একজনের ত্বকে কী পরিমাণ ব্যাকটেরিয়া আছে তার উপরেও মশার কামড় নির্ভর করে। যেখানে ব্য়াকটেরিয়া বেশি সেখানে মশারা আকৃষ্ট হয় বেশি। সেই কারণেই পায়ে এবং গোড়ালিতে সবচেয়ে বেশি মশারা কামড়ায়।
advertisement
10/11
পোশাকের উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন দেখা গিয়েছে কালো বা অন্যান্য গাঢ় রঙের পোশাক যারা পরে তাদেরকেই আগে মশারা ছেঁকে ধরে।
পোশাকের উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন দেখা গিয়েছে কালো বা অন্যান্য গাঢ় রঙের পোশাক যারা পরে তাদেরকেই আগে মশারা ছেঁকে ধরে।
advertisement
11/11
Disclaimer: এই প্রতিবেদনটি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement