ভ্যাজাইনাতে গন্ধ, যৌনতায় আগ্রহ হারাচ্ছেন পার্টনার, সমস্যার সহজ সমাধান জানুন
Last Updated:
আমাদের দেশে গোপনাঙ্গ নিয়ে কথা বলার বিষয়ে বড়ই রাখঢাক ৷ এই নিয়ে কথা উঠলেই চতুর্দিকে গেল গেল রব ৷ ভ্যাজাইনা শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ ৷ যেহেতু সেখান থেকে বিভিন্ন ধরণের ক্ষরণ হয় এবং যৌন মিলনের সময়ে পুরুষের যৌনাঙ্গও ঢোকে ফলে সে জায়গার স্বাস্থ্য দেখভাল করাও বড় একটা বিষয় ৷ Photo - Representive
advertisement
advertisement
advertisement
ক্ষার বা ক্ষারক কোনটাই বেশি না হয় যেন আপনার সাবান ৷ কারণ আপনার এই শরীরের অংশটি অত্যন্ত কমনীয় ৷ কোনওরকমের হার্শ জিনিস এই অঙ্গে যেন ব্যবহৃত না হয় ৷ আপনি সাবান দিয়ে ধুয়েই ভাবেন পরিষ্কার হয়ে গেল কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতি বেশি ৷ এতে হতে পারে চুলকানি , আসতে পারে খসখসে ভাব ৷ Photo - Representive
advertisement
advertisement
advertisement
advertisement
ভ্যাজাইনার ওপর দিয়ে যেহেতু বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা যায় তাই এটায় সংক্রমণ হয়ে চুলকুনি হওয়ার সম্ভবনা খুব জোরালো ৷ তবে প্রকাশ্যে এটা চুলকোন খুব একটা সমীচিন নয় ৷ তাই যদি এটা খুব ভিজে থাকে তাহলে একটু পাউডার লাগিয়ে নিন ৷ আর যদি খুব বেশি শুষ্ক থাকে তাহলে ক্রিম মেখে জায়গাটা স্বাভাবিক রাখুন ৷ Photo - Representive
advertisement