থাকবেন বসের নেকনজরে, কুড়োবেন প্রশংসা! কর্মজগতে এই কয়েকটা নিয়ম মেনে চলুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
কাজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করাই হল সাফল্যের প্রথম ধাপ। রইল সেই নিয়েই সাতটি জরুরি পরামর্শ।
*ছোট চাকরি হোক বা বড়, সরকারি হোক বা বেসরকারি, প্রত্যেক কর্মীই চান তাঁদের কর্মক্ষেত্রে আলাদা একটি জায়গা হোক। তাঁরা যেন নিজেদের সেখানে প্রতিষ্ঠা করতে পারেন। তবে দেখা যায় যে সব সময় সেটা সম্ভব হচ্ছে না। অনেক দক্ষতা থাকা স্বত্বেও উচ্চমহলে তিনি কোনও প্রশংসা পাচ্ছেন বা কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে দেখেও দেখছেন না। এছাড়াও উল্লেখযোগ্য কর্মক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা। সঠিকভাবে সেখানে নিজেকে উপস্থাপন না করতে পারলে থেকে যায় পিছিয়ে পড়ার আশঙ্কা। একটা কথা মাথায় রাখতে হবে- কাজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করাই হল সাফল্যের প্রথম ধাপ। রইল সেই নিয়েই সাতটি জরুরি পরামর্শ। প্রতীকী ছবি।
*সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন: আধুনিক জীবনের ওয়ার্ক কালচার বলে কেউ আপনার বন্ধু নয় আবার কেউ শত্রুও নয়। কাজের জায়গায় যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে না সেটা বলছি না। কিন্তু কাজের জায়গায় সবার আগে সম্পর্ক কাজের। তাই সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখাই ভালো। তবে সব সময় বেশি কিছু করার দরকার নেই। সহকর্মীদের জন্য এক কাপ কফি নিয়ে আসা, তাঁদের জন্মদিনে শুভেচ্ছা জানালেও যথেষ্ট কাজ দেয়।প্রতীকী ছবি।