PLASTIC BOTTLE: বিষ ছড়াচ্ছে প্লাস্টিক! এই পাঁচ পথে প্লাস্টিকের বোতল থেকে বিষ ঢুকছে শরীরে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
প্লাস্টিকের বোতলে (PLASTIC BOTTLE) যে বিশেষ কেমিক্যাল থাকে, সেগুলি শরীরে হরমোনের সমস্যা তৈরি করতে পারে। Bisphenol-A (BPA)-নামে যে কেমিক্যালের উপস্থিতি থাকে প্লাস্টিকের বোতলে (PLASTIC BOTTLE), সেটি শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে বলে মনে করছেন অনেকেই। এ ছাড়াও একাধিক কেমিক্যাল শরীরে হরমোনের সমস্যা তৈরি করে। Photo by Unsplash
advertisement
প্লাস্টিকের বোতল বা PET (Polyethylene Terephthalate)-বোতল শরীরে ক্যান্সার সৃষ্টির সম্ভাবনা তৈরি করে। গবেষকরা দেখেছেন, প্লাস্টিকের বোতল থেকে শরীরে প্রবেশ করতে পারে বেনজিন ও আর্সেনিক। কারণ এতে থাকে carcinogenic নামে একটি উপাদান। প্লাস্টিকের বোতলে দীর্ঘ ক্ষণ জল ভরে রাখলে এগুলি জলে মিশে যায়। Photo by Unsplash
advertisement
advertisement
advertisement