Heart Problem Solve: ৪০ চলছে? হার্ট অ্যাটাক কিন্তু সময় দেয় না! ৫টা ছোট্ট সমস্যা দেখলেই খুব সাবধান! অবহেলা করলে প্রাণ পর্যন্ত যেতে পারে
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
এই সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে সাবধান হতে হবে। দ্রুত যেতে হবে চিকিৎসকের কাছে। অবহেলা করলে বিপদ।
প্রতিদিনের জীবনযাপনের মধ্যেই আমাদের শরীরে বিভিন্ন ছোটখাটো সমস্যা দেখা দেয়। বেশিরভাগ সময় এই সমস্ত সমস্যাগুলিকে আমরা অবহেলা করি, অথবা এড়িয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই সমস্ত ছোট উপসর্গগুলি কখনও কখনও বড় রোগের ইঙ্গিত দেয়। ফলে এইসব উপসর্গ অবহেলা করা বড় বিপদ ডেকে আনতে পারে। আবার সঠিক সময়ে বুঝতে পারলে রোগীর প্রাণ বাঁচানো অনেক সহজ হয়।
advertisement
আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হার্ট।কিন্তু বর্তমানে হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটা বেড়েছে। বিশেষ করে হার্ট অ্যাটাকের মত প্রাণঘাতী রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অর্ণব ঘোষ চৌধুরী বলছেন, হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা প্রাথমিকভাবে বাড়িতেই বোঝার কিছু উপায় রয়েছে। বিশেষ করে বয়স ৪০ পেরিয়ে যাওয়ার পর, যদি এইসব সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে সাবধান হতে হবে। যত দ্রুত সম্ভব যেতে হবে চিকিৎসকের কাছে। অবহেলা করলে বিপদ বাড়বে।
advertisement
চিকিৎসক অর্ণব ঘোষ চৌধুরী বলছেন, যদি হঠাৎ করেই বুকের মাঝখানে প্রবল ব্যথা দেখা দেয়, বা সেই ব্যথা যদি ধীরে ধীরে বাঁ হাতের দিকে ছড়িয়ে পড়ে, তাহলে তৎক্ষণাৎ সাবধান হতে হবে। একই সঙ্গে যদি রোগীর প্রচুর পরিমাণে ঘাম হয়, তাহলে সময় নষ্ট না করে যেতে হবে চিকিৎসকের কাছে। কারণ এটি হার্ট অ্যাটাকের অন্যতম পরিচিত একটি উপসর্গ। ফলে এমন উপসর্গ হলে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। করাতে হবে ইসিজি।
advertisement
advertisement









