কবি বলেছেন, রূপে তোমায় ভোলাব না, ভালাবাসায় ভোলাব... কিন্তু বাস্তবে পুরুষের মন ঠিক কী কী বিষয়ে গলে যায় জানেন? বিষয়গুলো একবারেই খুব বড়সড় ব্যপার নয়। খুব সূক্ষ সূক্ষ বিষয়ই নজরে আসে পুরুষের। কী সেই গুরুত্বপূর্ণ বিষযগুলি? এই ৫ বিষয মাথায রাখলে আপনিও হয়ে উঠবেন পুরুষদের মনের মতো।