Men's Choice: শুনলে চমকে যাবেন! মহিলাদের মধ্যে এই ৫ বিষয় থাকলে পুরুষরা আকর্ষিত হতে বাধ্য

Last Updated:
1/6
কবি বলেছেন, রূপে তোমায় ভোলাব না, ভালাবাসায় ভোলাব... কিন্তু বাস্তবে পুরুষের মন ঠিক কী কী বিষয়ে গলে যায় জানেন? বিষয়গুলো একবারেই খুব বড়সড় ব্যপার নয়। খুব সূক্ষ সূক্ষ বিষয়ই নজরে আসে পুরুষের। কী সেই গুরুত্বপূর্ণ বিষযগুলি? এই ৫ বিষয মাথায রাখলে আপনিও হয়ে উঠবেন পুরুষদের মনের মতো।
কবি বলেছেন, রূপে তোমায় ভোলাব না, ভালাবাসায় ভোলাব... কিন্তু বাস্তবে পুরুষের মন ঠিক কী কী বিষয়ে গলে যায় জানেন? বিষয়গুলো একবারেই খুব বড়সড় ব্যপার নয়। খুব সূক্ষ সূক্ষ বিষয়ই নজরে আসে পুরুষের। কী সেই গুরুত্বপূর্ণ বিষযগুলি? এই ৫ বিষয মাথায রাখলে আপনিও হয়ে উঠবেন পুরুষদের মনের মতো।
advertisement
2/6
কথা বলার ধরণ: কোনও মহিলা যিনি সহজেই মিশে যেতে পারে সবার সঙ্গে, তিনি পুরুষদের খুব প্রিয় হন। এরপরে যদি মহিলার গলার স্বর হাসকি হয়, তাহলে তিনি আরও বেশি আকর্ষণীয হয়ে উঠবেন।
কথা বলার ধরণ: কোনও মহিলা যিনি সহজেই মিশে যেতে পারে সবার সঙ্গে, তিনি পুরুষদের খুব প্রিয় হন। এরপরে যদি মহিলার গলার স্বর হাসকি হয়, তাহলে তিনি আরও বেশি আকর্ষণীয হয়ে উঠবেন।
advertisement
3/6
বুদ্ধিদীপ্ত আলোচনা: কোনও বোরিং পার্টিতে আপনি যদি বুদ্ধিদীপ্ত আলোচনায অংশগ্রহণ করেন, তবে আপনিই হবেন পুরুষদের সবচেয়ে প্রিয়।
বুদ্ধিদীপ্ত আলোচনা: কোনও বোরিং পার্টিতে আপনি যদি বুদ্ধিদীপ্ত আলোচনায অংশগ্রহণ করেন, তবে আপনিই হবেন পুরুষদের সবচেয়ে প্রিয়।
advertisement
4/6
যার জীবনে একটা দিশা রয়েছে: একজন ২৯ বছরের ছেলের কথা অনুযায়ী, কোনও মহিলার জীবনে একটা নির্দিশ্ট গোল না থাকলে তাকে কখনই চোখে লাগবে না।
যার জীবনে একটা দিশা রয়েছে: একজন ২৯ বছরের ছেলের কথা অনুযায়ী, কোনও মহিলার জীবনে একটা নির্দিশ্ট গোল না থাকলে তাকে কখনই চোখে লাগবে না।
advertisement
5/6
নতুন কিছু করার ইচ্ছে: নতুন কিছু শেখার এবং জানার ইচ্ছে থাকা প্রযোজন যে কোনও মেযের মধ্যেই। নাহলে তিনি সীমিত শিক্ষায আবদ্ধ হযে পরবেন।
নতুন কিছু করার ইচ্ছে: নতুন কিছু শেখার এবং জানার ইচ্ছে থাকা প্রযোজন যে কোনও মেযের মধ্যেই। নাহলে তিনি সীমিত শিক্ষায আবদ্ধ হযে পরবেন।
advertisement
6/6
সেন্স অব হিউমর অবশ্যই থাকতে হবে: একটা মেয়ে, যার হাসানোর ক্ষমতা থাকতে হবে। একটা ক্লাসিক সেন্স অব হিউমর থাকলে যে কোনও মেয়েই কোনও পুরুষের চোখ কাড়বেই।
সেন্স অব হিউমর অবশ্যই থাকতে হবে: একটা মেয়ে, যার হাসানোর ক্ষমতা থাকতে হবে। একটা ক্লাসিক সেন্স অব হিউমর থাকলে যে কোনও মেয়েই কোনও পুরুষের চোখ কাড়বেই।
advertisement
advertisement
advertisement