Happy Kiss Day 2021: শরীরে মিশেছে শরীর, ঠোঁটে ঠোঁট! বলিউডের এই উষ্ণ ছবিগুলি আপনাকে বিহ্বল করবেই...

Last Updated:
1/11
*একটা সময় ছিল, যখন সিনেমায় কোনও অন্তরঙ্গ দৃশ্য দেখাতে গিয়ে কিছু মুখস্ত প্রতীকী জিনিস ব্যবহার করা হত। কারণ একটু-ওদিক হলেই সমালোচনার ঝড় উঠত। কিন্তু যাবতীয় প্রতিবন্ধকতা পেরিয়ে আজ রীতিমতো সাবালক হয়ে উঠেছে বলিউড। এখন পর্দায় অনেকটা সহজ ভাবেই ফুটিয়ে তোলা যায় প্রেম। এখন নায়ক-নায়িকার চুম্বন দৃশ্যে ততটা অস্বস্তি বোধ করেন না ভারতীয় দর্শক। আজ ১৩ ফেব্রুয়ারি, কিস ডে-এর এই দিন ফিরে দেখা যাক বলিউডের কিছু সেরা চুম্বন দৃশ্য। সমালোচনার পাশাপাশি যে দৃশ্যগুলি কুড়িয়েছে প্রশংসাও, সাবালক হতে সাহায্য করেছে বলিউডকে।
*একটা সময় ছিল, যখন সিনেমায় কোনও অন্তরঙ্গ দৃশ্য দেখাতে গিয়ে কিছু মুখস্ত প্রতীকী জিনিস ব্যবহার করা হত। কারণ একটু-ওদিক হলেই সমালোচনার ঝড় উঠত। কিন্তু যাবতীয় প্রতিবন্ধকতা পেরিয়ে আজ রীতিমতো সাবালক হয়ে উঠেছে বলিউড। এখন পর্দায় অনেকটা সহজ ভাবেই ফুটিয়ে তোলা যায় প্রেম। এখন নায়ক-নায়িকার চুম্বন দৃশ্যে ততটা অস্বস্তি বোধ করেন না ভারতীয় দর্শক। আজ ১৩ ফেব্রুয়ারি, কিস ডে-এর এই দিন ফিরে দেখা যাক বলিউডের কিছু সেরা চুম্বন দৃশ্য। সমালোচনার পাশাপাশি যে দৃশ্যগুলি কুড়িয়েছে প্রশংসাও, সাবালক হতে সাহায্য করেছে বলিউডকে।
advertisement
2/11
*ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তাঁর সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ধুম ২ (Dhoom 2) সিনেমায় হৃতিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা যায় নায়িকাকে। দু'জনের ইনটেন্স রোম্যান্স নজর কেড়েছিল দর্শকদের।
*ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তাঁর সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ধুম ২ (Dhoom 2) সিনেমায় হৃতিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা যায় নায়িকাকে। দু'জনের ইনটেন্স রোম্যান্স নজর কেড়েছিল দর্শকদের।
advertisement
3/11
*সিনেমা তখন সবে হাঁটতে শিখেছে। তিরিশের দশক। সেই সময় কর্মা (Karma) সিনেমায় চুম্বন দৃশ্যে দেখা যায় হিমাংশু রায় (Himanshu Rai) ও দেবিকা রানিকে (Devika Rani)। অবশ্য হিমাংশু তাঁর স্বামী ছিলেন। তবে তিরিশের দশকে এমন দুঃসাহসিক দৃশ্যের জন্য সমালোচনার পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছিলেন দেবিকা রানি।
*সিনেমা তখন সবে হাঁটতে শিখেছে। তিরিশের দশক। সেই সময় কর্মা (Karma) সিনেমায় চুম্বন দৃশ্যে দেখা যায় হিমাংশু রায় (Himanshu Rai) ও দেবিকা রানিকে (Devika Rani)। অবশ্য হিমাংশু তাঁর স্বামী ছিলেন। তবে তিরিশের দশকে এমন দুঃসাহসিক দৃশ্যের জন্য সমালোচনার পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছিলেন দেবিকা রানি।
advertisement
4/11
*ববি (Bobby)। ঋষি কাপুর (Rishi Kapoor) ও ডিম্পল কাপাডিয়ার (Dimple Kapadia) ডেবিউ সিনেমা। সেই সময়ে বেশ জনপ্রিয় হয়েছিল ছবিটি। ছবিতে ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়ার একটি চুম্বন দৃশ্য ঘিরে বলিউডে সাড়া পড়ে যায়। দু'জনের সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়। পরে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত সাগর (Saagar) সিনেমাতেও দু'জনকে চুম্বন দৃশ্যে দেখা যায়।
*ববি (Bobby)। ঋষি কাপুর (Rishi Kapoor) ও ডিম্পল কাপাডিয়ার (Dimple Kapadia) ডেবিউ সিনেমা। সেই সময়ে বেশ জনপ্রিয় হয়েছিল ছবিটি। ছবিতে ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়ার একটি চুম্বন দৃশ্য ঘিরে বলিউডে সাড়া পড়ে যায়। দু'জনের সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়। পরে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত সাগর (Saagar) সিনেমাতেও দু'জনকে চুম্বন দৃশ্যে দেখা যায়।
advertisement
5/11
*জিনত আমন (Zeenat Aman) তৎকালীন সময়ে বলিউডের অন্যতম বোল্ড নায়িকা ছিলেন। মানুষজন রীতিমতো পাগল ছিলেন জিনতের জন্য। সত্যম শিবম সুন্দরম সিনেমায় (Satyam Shivam Sundaram) সিনেমায় শশী কাপুর ( Shashi Kapoor) ও জিনত আমনের একটি চুম্বনের দৃশ্য দেশ জুড়ে সাড়া ফেলে দেয়। কারণ সাতের দশকের শেষের দিক, সেই সময়ে এই ধরনের দৃশ্যের জন্য প্রস্তুত ছিলেন না মানুষজন।
*জিনত আমন (Zeenat Aman) তৎকালীন সময়ে বলিউডের অন্যতম বোল্ড নায়িকা ছিলেন। মানুষজন রীতিমতো পাগল ছিলেন জিনতের জন্য। সত্যম শিবম সুন্দরম সিনেমায় (Satyam Shivam Sundaram) সিনেমায় শশী কাপুর ( Shashi Kapoor) ও জিনত আমনের একটি চুম্বনের দৃশ্য দেশ জুড়ে সাড়া ফেলে দেয়। কারণ সাতের দশকের শেষের দিক, সেই সময়ে এই ধরনের দৃশ্যের জন্য প্রস্তুত ছিলেন না মানুষজন।
advertisement
6/11
*এক সময়ে বলিউডের সেনসেশন ছিলেন মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene)। কেরিয়ারের প্রথমের দিক। মাধুরী তখন রূপোলি পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছেন। অনেকটা সিনিয়র বিনোদ খান্নার (Vinod Khanna) সঙ্গে এক অন্তরঙ্গ দৃশ্যে নজর কেড়েছিলেন মাধুরী।
*এক সময়ে বলিউডের সেনসেশন ছিলেন মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene)। কেরিয়ারের প্রথমের দিক। মাধুরী তখন রূপোলি পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছেন। অনেকটা সিনিয়র বিনোদ খান্নার (Vinod Khanna) সঙ্গে এক অন্তরঙ্গ দৃশ্যে নজর কেড়েছিলেন মাধুরী।
advertisement
7/11
*রাজা হিন্দুস্থানি (Raja Hindustani)। তৎকালীন সময়ে বক্স অফিসে সাফল্য পেয়েছিল এই সিনেমা। একটি রোম্যান্টিক দৃশ্যে এক মিনিটেরও বেশি সময় ধরে চুম্বন করতে দেখা যায় আমির খান (Aamir Khan) ও করিশমা কাপুরকে (Karishma Kapoor)। যা আজও চর্চার বিষয় হয়ে ওঠে।
*রাজা হিন্দুস্থানি (Raja Hindustani)। তৎকালীন সময়ে বক্স অফিসে সাফল্য পেয়েছিল এই সিনেমা। একটি রোম্যান্টিক দৃশ্যে এক মিনিটেরও বেশি সময় ধরে চুম্বন করতে দেখা যায় আমির খান (Aamir Khan) ও করিশমা কাপুরকে (Karishma Kapoor)। যা আজও চর্চার বিষয় হয়ে ওঠে।
advertisement
8/11
*সিনেমার নাম হে রাম (Hey Raam)। সেই সময় রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও কমল হাসানের (Kamal Haasan) চুম্বন নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল বলিপাড়ায়। রানির বোল্ড অবতার রীতিমতো অবাক করে দিয়েছিল দর্শকদের।
*সিনেমার নাম হে রাম (Hey Raam)। সেই সময় রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও কমল হাসানের (Kamal Haasan) চুম্বন নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল বলিপাড়ায়। রানির বোল্ড অবতার রীতিমতো অবাক করে দিয়েছিল দর্শকদের।
advertisement
9/11
*রকস্টার (Rockstar)। পুরো ছবি জুড়ে দুরন্ত অভিনয় করেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। এক কথায় বলতে গেলে, নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন তিনি। ছবিতে নারগিস ফখরির (Nargis Fakhri) সঙ্গে রণবীরের রোম্যান্স চোখে পড়ার মতো। বিশেষ করে জর্ডনের সেই চুম্বনের দৃশ্য আজও ভোলা যায় না।
*রকস্টার (Rockstar)। পুরো ছবি জুড়ে দুরন্ত অভিনয় করেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। এক কথায় বলতে গেলে, নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন তিনি। ছবিতে নারগিস ফখরির (Nargis Fakhri) সঙ্গে রণবীরের রোম্যান্স চোখে পড়ার মতো। বিশেষ করে জর্ডনের সেই চুম্বনের দৃশ্য আজও ভোলা যায় না।
advertisement
10/11
*জব তক হ্যায় জান (Jab Tak Hai Jaan)। রোম্যান্সের জাদুকর শাহরুখ খান (Shah Rukh Khan) এই সিনেমাতেও অনবদ্য। ছবিতে ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) কিস করেছিলেন বলিউডের কিং খান। আর অন স্ক্রিনে এটাই ছিল তাঁর প্রথম কিস। দর্শকদের মন জিতে নিয়েছিল শাহরুখ-ক্যাটরিনার রোম্যান্স।
*জব তক হ্যায় জান (Jab Tak Hai Jaan)। রোম্যান্সের জাদুকর শাহরুখ খান (Shah Rukh Khan) এই সিনেমাতেও অনবদ্য। ছবিতে ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) কিস করেছিলেন বলিউডের কিং খান। আর অন স্ক্রিনে এটাই ছিল তাঁর প্রথম কিস। দর্শকদের মন জিতে নিয়েছিল শাহরুখ-ক্যাটরিনার রোম্যান্স।
advertisement
11/11
*গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা (Goliyon Ki Rasleela Ram-Leela) ছবির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে একাধিক বিতর্ক হয়েছিল। তবে সব কিছুর মাঝেই সঞ্জয় লীলা বনশালির এই ছবিতে দীপিকা পাড়ুকোন ((Deepika Padukone ) ও রণবীর সিংয়ের (Ranveer Singh) কেমিস্ট্রি দর্শকদের নজর কেড়েছিল। রণরীর-দীপিকার চুম্বনের দৃশ্য এতটাই জীবন্ত ছিল যে, দেখে বোঝার উপায় ছিল না তাঁরা অভিনয় করছেন!
*গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা (Goliyon Ki Rasleela Ram-Leela) ছবির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে একাধিক বিতর্ক হয়েছিল। তবে সব কিছুর মাঝেই সঞ্জয় লীলা বনশালির এই ছবিতে দীপিকা পাড়ুকোন ((Deepika Padukone ) ও রণবীর সিংয়ের (Ranveer Singh) কেমিস্ট্রি দর্শকদের নজর কেড়েছিল। রণরীর-দীপিকার চুম্বনের দৃশ্য এতটাই জীবন্ত ছিল যে, দেখে বোঝার উপায় ছিল না তাঁরা অভিনয় করছেন!
advertisement
advertisement
advertisement