Ira Basu| why she left home| রাজপ্রাসাদের মতো বাড়ি কেন একদিন ছেড়েছিলেন ইরাদেবী?

Last Updated:
Ira Basu| why she left home|কেন ঘর ছেড়েছিলেন? কোন শঙ্কায় নেমে এসেছিলেন ফুটপাতে , ফাঁস করলেন নিজেই।
1/5
স্বেচ্ছায় বাড়ি ছেড়ে নেমে এসেছিলেন ফুটপাতে। খড়দহের প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা তথা বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু আবার ফিরে এসেছেন ঘরে। স্রেফ মাঝের দীর্ঘ সময় কেটে গিয়েছে ফুটপাতে। কেন ঘর ছেড়েছিলেন? কোন শঙ্কায় নেমে এসেছিলেন ফুটপাতে , ফাঁস করলেন নিজেই।
স্বেচ্ছায় বাড়ি ছেড়ে নেমে এসেছিলেন ফুটপাতে। খড়দহের প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা তথা বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু আবার ফিরে এসেছেন ঘরে। স্রেফ মাঝের দীর্ঘ সময় কেটে গিয়েছে ফুটপাতে। কেন ঘর ছেড়েছিলেন? কোন শঙ্কায় নেমে এসেছিলেন ফুটপাতে , ফাঁস করলেন নিজেই।
advertisement
2/5
নিউজ এইট্টিন বাংলা=কে ইরাদেবী বলেন, সল্টলেকের বাড়িতে তাঁকে ভয় দেখানো হয়েছিল। যদিও কারা কেন তাঁকে ভয় দেখিয়েছিলেন, তা খোলাসা করতে চাননি ইরাদেবী।
নিউজ এইট্টিন বাংলা=কে ইরাদেবী বলেন, সল্টলেকের বাড়িতে তাঁকে ভয় দেখানো হয়েছিল। যদিও কারা কেন তাঁকে ভয় দেখিয়েছিলেন, তা খোলাসা করতে চাননি ইরাদেবী।
advertisement
3/5
ইরাবতীর অভিযোগ লুম্বিনী পার্কে নিয়ে যাওয়ার সময় তিনি যথেষ্ট বিধ্বস্ত হয়েছেন। প্রসঙ্গত অবসর নেওয়ার পরেও ইরাদেবী এখনও পেনশন পাননি। তিনিই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তাঁর পেনশনের বিষয়টিও সুরাহা হতে চলেছে বলে তিনি খবর পেয়েছেন।
ইরাবতীর অভিযোগ লুম্বিনী পার্কে নিয়ে যাওয়ার সময় তিনি যথেষ্ট বিধ্বস্ত হয়েছেন। প্রসঙ্গত অবসর নেওয়ার পরেও ইরাদেবী এখনও পেনশন পাননি। তিনিই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তাঁর পেনশনের বিষয়টিও সুরাহা হতে চলেছে বলে তিনি খবর পেয়েছেন।
advertisement
4/5
কিন্তু কেন বাড়ি ছাড়লেন? এমন জীবন বেছে নিলেন? ইরা দেবীর কোথায় আমি তো কোনো খারাপ কাজ করিনি আমি কম বয়স থেকেই একগুঁয়ে।
কিন্তু কেন বাড়ি ছাড়লেন? এমন জীবন বেছে নিলেন? ইরা দেবীর কোথায় আমি তো কোনো খারাপ কাজ করিনি আমি কম বয়স থেকেই একগুঁয়ে।
advertisement
5/5
নিজেকে এখনও মার্কসবাদী সিপিআইএম সমর্থক বলে দাবি করেন ইরাদেবী। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও তাঁর আস্থা রয়েছে অটুট। ইরাদেবী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, তিনি পেনশন পাবেন।
নিজেকে এখনও মার্কসবাদী সিপিআইএম সমর্থক বলে দাবি করেন ইরাদেবী। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও তাঁর আস্থা রয়েছে অটুট। ইরাদেবী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, তিনি পেনশন পাবেন।
advertisement
advertisement
advertisement