Heatwave in Summer: তাপপ্রবাহ কাকে বলে? এপ্রিলের কলকাতা থেকে কি বিদায় নিল বৃষ্টি

Last Updated:
What is Heatwave: কিন্তু এই তাপপ্রবাহ ঠিক কী? আবহবিদদের আলোচনায় বার বার উঠে আসছে এই শব্দটি।
1/10
পয়লা চৈত্রের পর থেকে গাঙ্গেয় বঙ্গে দেখা নেই কালবৈশাখীর। এক মাসের বেশি সময় ধরে দগ্ধ হচ্ছে কলকাতা-সহ রাজ্যের অন্যান্য অংশ।
পয়লা চৈত্রের পর থেকে গাঙ্গেয় বঙ্গে দেখা নেই কালবৈশাখীর। এক মাসের বেশি সময় ধরে দগ্ধ হচ্ছে কলকাতা-সহ রাজ্যের অন্যান্য অংশ।
advertisement
2/10
গত কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে অত্যধিক উষ্ণতা এবং তাপপ্রবাহের কথা।
গত কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে অত্যধিক উষ্ণতা এবং তাপপ্রবাহের কথা।
advertisement
3/10
কিন্তু এই তাপপ্রবাহ ঠিক কী? আবহবিদদের আলোচনায় বার বার উঠে আসছে এই শব্দটি।
কিন্তু এই তাপপ্রবাহ ঠিক কী? আবহবিদদের আলোচনায় বার বার উঠে আসছে এই শব্দটি।
advertisement
4/10
সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে এবং সেটি যদি স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি হয়, তাহলে তাকে তাপপ্রবাহ বলা হয়।
সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে এবং সেটি যদি স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি হয়, তাহলে তাকে তাপপ্রবাহ বলা হয়।
advertisement
5/10
তবে এতো গেল গাণিতিক বিচারের কথা। এ বারের গ্রীষ্মে শুধু এই অঙ্কের হিসেবেই তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়নি।
তবে এতো গেল গাণিতিক বিচারের কথা। এ বারের গ্রীষ্মে শুধু এই অঙ্কের হিসেবেই তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়নি।
advertisement
6/10
আবহবিদদের মতে, এ বার খাতায় কলমে তাপপ্রবাহ হয়তো প্রত্যেক দিন হয়নি। কিন্তু তাতে দহন জ্বালা কিচ্ছু কম হয়নি। তাই বার বার বলা তাপপ্রবাহের পরিস্থিতির কথা বলা হয়েছে।
আবহবিদদের মতে, এ বার খাতায় কলমে তাপপ্রবাহ হয়তো প্রত্যেক দিন হয়নি। কিন্তু তাতে দহন জ্বালা কিচ্ছু কম হয়নি। তাই বার বার বলা তাপপ্রবাহের পরিস্থিতির কথা বলা হয়েছে।
advertisement
7/10
আপাতত বৃষ্টির আশাও দূর অস্ত্। আবহাওয়া বিশেষজ্ঞদের মত, শুকনো গরমের তীব্রতা আরও প্রকট হয়েছে কারণ এপ্রিল বা চৈত্রের স্বাভাবিক বৃষ্টিপাতও কমে গিয়েছে।
আপাতত বৃষ্টির আশাও দূর অস্ত্। আবহাওয়া বিশেষজ্ঞদের মত, শুকনো গরমের তীব্রতা আরও প্রকট হয়েছে কারণ এপ্রিল বা চৈত্রের স্বাভাবিক বৃষ্টিপাতও কমে গিয়েছে।
advertisement
8/10
 সাধারণত এপ্রিলে কলকাতায় গড় বৃষ্টির পরিমাণ ৫৫ মিলিমিটার। গত ১২ বছরে মাত্র একবারই ২০১২ সালে এর কাছাকাছি পৌঁছতে পেরেছিল কলকাতার বৃষ্টিপাত।
সাধারণত এপ্রিলে কলকাতায় গড় বৃষ্টির পরিমাণ ৫৫ মিলিমিটার। গত ১২ বছরে মাত্র একবারই ২০১২ সালে এর কাছাকাছি পৌঁছতে পেরেছিল কলকাতার বৃষ্টিপাত।
advertisement
9/10
২০১৪ এবং ২০১৬ সালের এপ্রিলে কলকাতা ছিল বৃষ্টিহীন।
২০১৪ এবং ২০১৬ সালের এপ্রিলে কলকাতা ছিল বৃষ্টিহীন।
advertisement
10/10
এ বছর এখনও দু’ সপ্তাহ বাকি রয়েছে এ মাসে। শেষ পর্যন্ত চলতি এপ্রিলে কতটা বৃষ্টি হয় কলকাতায়, দেখার অপেক্ষায় আবহবিদরা।
এ বছর এখনও দু’ সপ্তাহ বাকি রয়েছে এ মাসে। শেষ পর্যন্ত চলতি এপ্রিলে কতটা বৃষ্টি হয় কলকাতায়, দেখার অপেক্ষায় আবহবিদরা।
advertisement
advertisement
advertisement