West Bengal Weather Update: আজও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আগামী তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি থাকবে দুপুরের দিকে ৷ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত।
রাজ্যজুড়ে আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ আজও দক্ষিণবঙ্গে কালবৈশাখির পূর্বাভাস রয়েছে ৷ ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ পাশাপাশি আগামী ১-২ ঘণ্টার মধ্যে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কিছু অংশেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ Representative Image
advertisement
advertisement
আগামী তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি থাকবে দুপুরের দিকে ৷ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। শুক্রবার এর মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। আন্দামান সাগর এরপর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়। আপাতত অভিমুখ উড়িষ্যা উপকূলের দিকে হতে পারে এমনই সম্ভাবনা। Representative Image
advertisement
advertisement
আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ছাড়া রাজ্যজুড়ে কালবৈশাখীর সর্তকতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। আগামিকাল, মঙ্গলবারেও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। আপাতত উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহে। Representative Image
advertisement