#কলকাতা: এখনও দক্ষিণবঙ্গের পোড়া কপাল৷ বর্ষাকাল এসে গেলেও সেভাবে বর্ষাকালের ঝমঝম করে বৃষ্টি অধরাই৷ এদিকে নিম্নচাপের ফলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর ওড়িশা উপকুলে। এই ঘূর্ণাবর্ত খানিকটা হলেও কি স্বস্তি দিতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে? এখন সেটাই প্রশ্ন৷ Photo -Representative
2/ 7
এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে ওয়েদার আপডেট পাওয়া গেছে৷ Photo Courtesy -IMD/Sattelite Image
3/ 7
আজ দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতায়৷ তবে এই বৃষ্টিপাতও বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হতে চলেছে৷ অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ি আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে৷ Photo -Representative
4/ 7
তবে আপেক্ষিক আদ্রর্তার সর্বোচ্চ পরিমাণ ৮২ শতাংশ৷ তাই এর জেরে বৃষ্টি না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফিল লাইক তাপমাত্রা সেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই হয়ে যাবে৷ Photo -Representative
5/ 7
এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এদিন এই ধরণেরই আবহাওয়া থাকবে৷ ওড়িশা উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সম্ভবত বুধবার বৃষ্টির পরিমাণ একধাক্কায় বেশ খানিকটা বাড়তে চলেছে৷ Photo Courtesy -IMD/Sattelite Image
6/ 7
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভবনা জারি আছে বলে ওয়েদার আপডেটে বা আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে৷ Photo -Representative
7/ 7
এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে৷ দিনের বিভিন্ন সময়ে বারেবারে ও লাগাতার বৃষ্টি চলতে থাকবে৷ Photo -Representative