দক্ষিণবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ফের শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। আবারও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে।
আজ কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ। পরে পরিষ্কার আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম। শনি ও রবিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। গতকাল এই তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য।
আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টি শুরু হবে। হালকা মাঝারি ও বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি-সহ উত্তরপ্রদেশের একাংশে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। শুক্রবার এই বৃষ্টি আরও বাড়তে পারে। শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে।
শুক্রবার থেকে রবিবার মধ্যপ্রদেশ-সহ মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ-হ বৃষ্টির আশঙ্কা। শিলাবৃষ্টির আশঙ্কা মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও বিদর্ভে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কর্ণাটক, তেলেঙ্গানা এবং কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা এবং বাংলায় আগামী রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।