উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় শুক্রবারের পরেও বৃষ্টি চলবে। আগামিকাল, শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ, তাপমাত্রা বাড়বে। রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ Representational Image
আজ, শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৮৫ শতাংশ ৷ Representational Image