শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল, শুক্রবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন থেকে আবহাওয়ার পরিবর্তন সামান্য হলেও বাড়বে তাপমাত্রা ৷ বইবে পূবালি হাওয়া। পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যজুড়ে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। Representative Image
কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে ৷ আগামিকালও মেঘলা আকাশ থাকবে। আজ, বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে, ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৬ শতাংশ। Representative Image