West Bengal Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, শনিবার থেকে আমূল বদল বাংলার আবহাওয়ায়! তুমুল ঝড়বৃষ্টি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: বাংলাতেও জারি হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের বিষয়ে সতর্কতা। শনি ও রবিবার কলকাতা সহ বাংলার উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
advertisement
advertisement
শাহিনের পর এবার হানা দিতে চলেছে ঘূর্ণিঝড় জাওয়াদ (cyclone jawad)। সৌদি আরবের দেওয়া এই ঘূর্ণিঝড়ের অর্থ উদার বা মহান। থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া (Stormy Wind) বইবে এবং বৃষ্টির তোড় (Heavy Rain) বাড়বে৷
advertisement
দক্ষিণ থাইল্যান্ডের নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে ঢুকছে। এদিন এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ অবস্থান করবে বলে জানা গিয়েছে। শক্তি সঞ্চয় করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। শনিবার সকালে জাওয়াদের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।
advertisement
advertisement
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির (Stormy Wind) সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের।