West Bengal Weather Update: আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায়, সপ্তাহান্তে আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- local18
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
আজ, বৃহস্পতিবার সকালের দিকে মেঘলা আকাশ। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। শুক্রবারের মধ্যে আরও কিছুটা তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে।
উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। ওড়িশা উপকূল দিয়ে এটি ছত্তিশগড়ের অভিমুখে যাবে। এর ফলে ওড়িশা এবং ছত্তিশগড়ে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়।দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির স্পেল চলবে। শনিবার থেকে হাওয়া বদল হবে। বাড়বে গরম, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। উইকেন্ডে অস্বস্তির আবহাওয়া। আজ, বৃহস্পতিবার সকালের দিকে মেঘলা আকাশ। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। শুক্রবারের মধ্যে আরও কিছুটা তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে।
advertisement
উত্তরপ্রদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখা, যেটি উত্তর প্রদেশের থেকে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। এটি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবার ১৫ সেপ্টেম্বর। দক্ষিণবঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত আরও একটি বৃষ্টির স্পেল চলবে। বৃহস্পতিবার ওয়াইড স্প্রেইড রেইন দক্ষিণবঙ্গে। বেশ কয়েকটি জেলাতে কার্যত ‘রেইনি ডে’ পরিস্থিতি।
advertisement
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্র-বিদ্যুতের সম্ভাবনাও থাকছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম জেলাতে দু-একটি স্পেলে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূল সংলগ্ন কলকাতা হাওড়া হুগলী সহ বেশ কয়েকটি জেলাতে দু-এক পশলা মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সপ্তাহান্তে শনি এবং রবিবার হাওয়া বদল হতে পারে। শনিবার থেকে বাড়বে তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি উইকেন্ডে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হবে। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে; বাড়বে তাপমাত্রা।
advertisement
মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম ৷ বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় দু-একটি স্পেল মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে। শনিবার থেকে অস্বস্তি বাড়বে।
advertisement
কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকাল আটটা থেকে এক-দু-ঘণ্টার জন্য কলকাতায় মাঝারি মানের বৃষ্টি চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।