West Bengal Weather Update: মরশুমের শীতলতম দিন ! এক ধাক্কায় অনেকটাই কমল কলকাতার তাপমাত্রা, পারদ আরও নামার পূর্বাভাস

Last Updated:
ডিসেম্বরের শুরুতেই কি শীত জাঁকিয়ে বসতে শুরু করল দক্ষিণবঙ্গে? কলকাতায় শনিবার এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে গেল তাপমাত্রা।
1/6
এরাজ্যে আপাতত আবহাওয়ার কোনও ‘সিস্টেম’ নেই। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অসমের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। অবাধ পশ্চিমের শীতল হাওয়া। রাজ্যজুড়েই শীতের আমেজ। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা অনেকটাই নেমেছে; আগামী ৪-৫ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সকালে শিশির এবং কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ৷ দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
এরাজ্যে আপাতত আবহাওয়ার কোনও ‘সিস্টেম’ নেই। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অসমের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। অবাধ পশ্চিমের শীতল হাওয়া। রাজ্যজুড়েই শীতের আমেজ। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা অনেকটাই নেমেছে; আগামী ৪-৫ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সকালে শিশির এবং কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ৷ দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
2/6
ডিসেম্বরের শুরুতেই কি শীত জাঁকিয়ে বসতে শুরু করল দক্ষিণবঙ্গে? কলকাতায় শনিবার এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। শুক্রবার যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শনিবার ঝপ করে তা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কম ছিল। দিনের তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি।
ডিসেম্বরের শুরুতেই কি শীত জাঁকিয়ে বসতে শুরু করল দক্ষিণবঙ্গে? কলকাতায় শনিবার এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। শুক্রবার যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শনিবার ঝপ করে তা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কম ছিল। দিনের তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি।
advertisement
3/6
বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে আর তেমন কোনও নিম্নচাপ অঞ্চল নেই। ফলে উত্তুরে হাওয়ার পথেও কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে না। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে শীত আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে আরও অন্তত দু’ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে আর তেমন কোনও নিম্নচাপ অঞ্চল নেই। ফলে উত্তুরে হাওয়ার পথেও কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে না। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে শীত আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে আরও অন্তত দু’ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
4/6
উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। মালদহে ১৫ ডিগ্রির ঘরে থাকবে পারদ। আগামী ৪-৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে।
উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। মালদহে ১৫ ডিগ্রির ঘরে থাকবে পারদ। আগামী ৪-৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে।
advertisement
5/6
কলকাতায় উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় পারদ-পতন কলকাতায়। আজ, শনিবার মরশুমের শীতলতম দিন। কলকাতায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গতকাল, শুক্রবার ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও বৃহস্পতিবার ৪ ডিসেম্বর পারদ নেমেছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা এরকমই থাকবে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যা শীতের আমেজ বাড়ল। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।
কলকাতায় উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় পারদ-পতন কলকাতায়। আজ, শনিবার মরশুমের শীতলতম দিন। কলকাতায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গতকাল, শুক্রবার ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও বৃহস্পতিবার ৪ ডিসেম্বর পারদ নেমেছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা এরকমই থাকবে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যা শীতের আমেজ বাড়ল। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।
advertisement
6/6
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement