#কলকাতা: আজ কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রার পারদ ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও ফিল লাইক তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রয়েছে৷ তবে বিকেল -সন্ধ্যায় তাপমাত্রা খানিকটা কমে যাওয়ার সম্ভবনা থাকবে যখন ঝমঝম থেকে ছিঁটেফোঁটা বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশ৷ Photo- Representative
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন বুধবার থেকে। তার আগে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার থেকে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা একই থাকবে। তারপর থেকে বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। Photo- Representative
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বুধ ও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে সিকিমেও। Photo- Representative
মৌসুমী অক্ষরেখা সামান্য অগ্রগতি হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যে লাইন রয়েছে তা পুণে, বেঙ্গালুরু এবং পুদুচেরির ওপর দিয়ে এসে বঙ্গোপসাগরের উপর দিয়ে শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টায় এটি গুজরাত ও মহারাষ্ট্রের বেশিরভাগ অংশ এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অংশে প্রভাব বিস্তার করবে। তারপর থেকে তিন-চার দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গ ও সিকিমের বাকি অংশ এবং ওড়িশা, বিহার, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অংশে প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়াবিদদের। Photo- Representative
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত। যে অক্ষরেখাটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। আরেকটি অক্ষরেখা মহারাষ্ট্র থেকে মধ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত। যা গুজরাতের ওপর দিয়ে রয়েছে। বঙ্গোপসাগরের উপর এই রয়েছে আরও একটি অক্ষরেখা। উত্তর-পূর্ব ও বঙ্গোপসাগর থেকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখাটি। Photo- Representative
চার-পাঁচদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে বৃষ্টি হবে। বেশি বৃষ্টির সম্ভবনা কেরলের মাহে ও কর্ণাটক রাজ্যে। বৃষ্টি হবে মহারাষ্ট্র পুনে গঙ্গণগর গুজরাতের কিছু অংশে এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, করাইকাল ও পন্ডিচেরিতে। Photo- Representative
তাপপ্রবাহের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশে। রাজধানী দিল্লি সহ হরিয়ানা,পঞ্জাব, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের কিছু অংশ এবং ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারে আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সম্ভবনা। মধ্য ভারতের রাজ্যগুলি তে আগামী দু-তিন দিনের তাপমাত্রা কিছুটা কমবে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর থেকে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে তাপমাত্রা কমতে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির ফলে তাপমাত্রা কমবে উত্তর পশ্চিম ভারতে। বুধ-বৃহস্পতিবার দিল্লি পঞ্জাব হরিয়ানা বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে পূর্ব ভারতের রাজ্যগুলি তে। Input- BISWAJIT SAHA