Weather|| সাগরে রক্তচক্ষু নিয়ে ফুঁসছে নিম্নচাপ, আরও বাড়ছে শক্তি, জানুন আজকের Latest Weather Update
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Extreme heavy rain forecast for next 48 hours: উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অবস্থান।
advertisement
advertisement
advertisement
*দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ওড়িশাতে সোমবার থেকে বুধবার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল সংলগ্ন ঝাড়গ্রাম এবং কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতীকী ছবি।
advertisement
*মঙ্গলবার ৯ অগাস্ট ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে এই দুই উপকূলের জেলায়। ভারী বৃষ্টি কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*সোমবার-বুধবার পর্যন্ত দিঘা, মন্দারমনি, তাজপুর-সহ বকখালি, সাগর আইল্যান্ডে সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই কয়েকদিনের বৃষ্টিতে ধান চাষী ও পাট চাষীদের উপকারে লাগবে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। মঙ্গল ও বুধবার দৃশ্যমানতা কমতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির কারণে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় শহরে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার। প্রতীকী ছবি।